ফিফা ক্লাব বিশ্বকাপ

চেলসির শোকেসে রেপ্লিকা, আসল ট্রফি ওভালে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০১: ০৬
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০১: ২১

ক্লাব বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। তবে ৩২ দলের নতুন ফরম্যাটের অভিষেক আসরের শিরোপা জিতে নিয়েছে স্টামফোর্ড ব্রিজ শিবির। নিউ জার্সিতে রোববার রাতের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে চ্যাম্পিয়ন চেলসি ফিফার কাছ থেকে মূল ট্রফিটি পায়নি।

বিজ্ঞাপন

ক্লাব বিশ্বকাপের আসল ট্রফি রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওভাল অফিসে। দ্য ব্লুজ শিবির পেয়েছে মূল ট্রফির রেপ্লিকা।

ডোনাল্ড ট্রাম্প সেই খবর দিয়ে বলেন, ‘ফিফার কাছে জানতে চেয়েছিলাম তোমরা ট্রফিটা কখন নেবে? তারা বলেছে আমরা এটা কখনোই নেব না। ওভাল অফিসে আপনি এটা স্থায়ীভাবে রাখতে পারেন। আমরা নতুন একটি বানাচ্ছি। তারা সত্যি সত্যিই নতুন একটি বানিয়েছে। তাই ওটা (ট্রফি) এখন ওভাল অফিসেই আছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত