বিদায়ী বার্তায় আনচেলত্তি

রিয়ালের সাথে আমার বন্ধন চিরন্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ২০: ৩০
আপডেট : ২৩ মে ২০২৫, ২১: ০১

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়বেন কার্লো আনচেলত্তি, সেটা আগেই জানা গেছে। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। শুক্রবার (২৩ মে) সেটাও দিয়েছে লস ব্লাঙ্কোসরা। স্প্যানিশ লা লিগায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে আতিথেয়তা দেবে রিয়াল। সেটাই হবে জায়ান্টদের ডাগআউটে আনচেলত্তির শেষ ম্যাচ। অবশ্য চলে গেলেও রিয়ালের সঙ্গে বন্ধন ছিন্ন হবে না বলে জানিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

দ্বিতীয় দফায় ২০২১ সালে রিয়ালের দায়িত্ব দেন আনচেলত্তি। এ যাত্রাতেও দারুণ সফল তিনি। সব মিলিয়ে দুই মেয়াদে রিয়ালের হয়ে ১৫টি শিরোপা জিতেছেন। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আগামী ২৬ মে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি।

বিজ্ঞাপন

বিদায়ী বার্তায় আনচেলত্তি বলেন, ‘এই ক্লাব এবং আমার পথ আবারও আলাদা হয়ে গেল। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এই দুর্দান্ত দ্বিতীয় দফায় প্রতিটি মুহূর্ত আমি আমার হৃদয়ে বহন করছি। এখানে বছরগুলো অবিস্মরণীয় ছিল। ফ্লোরেন্তিনো পেরেজ, ক্লাব, আমার খেলোয়াড়, কর্মী এবং সর্বোপরি, এই অনন্য ভক্তদের ধন্যবাদ যারা আমাকে সর্বদা তাদের নিজস্ব বলে মনে করিয়েছে। আমরা একসাথে যা অর্জন করেছি তা ক্লাবের স্মৃতিতে চিরকাল থাকবে। এখন একটি নতুন অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। তবে রিয়াল মাদ্রিদের সাথে আমার বন্ধন চিরন্তন।’

রিয়ালের পরবর্তী কোচ কে হবেন সে প্রসঙ্গেও কথা বলেছেন আনচেলত্তি, ‘আমি কোনো উপদেশ দিতে চাচ্ছি না। সবারই নিজস্ব ধরন থাকে। এখানে জাবি আলোনসো আসবে। তার জন্য শুভকামনা রইল।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত