সাম্প্রতিক সময়ে কাবাডিতে ভালো করছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপেও পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এর আগেও এসেছে সাফল্য। এসব অর্জনের আলোকে কাবাডিতে বাংলাদেশের সম্ভাবনার আলো দেখতে পাচ্ছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
কাবডির বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর ১৮টি ইভেন্ট হয়েছে, ৬টি আন্তর্জাতিক আসরে পাঁচটিতে সাফল্য এসেছে। প্রথম অর্জন ছিল এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পদক জয়। এরপর যুব এশিয়ান গেমসের বালক ও বালিকা বিভাগে পদক। সবশেষ নারী বিশ্বকাপেও ব্রোঞ্জ। তার বাইরে পুরুষ দল নেপালের বিপক্ষে টেস্ট জিতেছে ৪-১ ব্যবধানে।
সোহাগ বলেন, ‘আলহামদুলিল্লাহ। কাবাডি ফেডারেশনের নতুন কমিটির চ্যালেঞ্জ ছিল, একটা অবস্থান তৈরি করার চ্যালেঞ্জ। আগেও বলেছি, বাংলাদেশের মেয়েরা ভালো খেলছে, ভালো খেলবে- এটা সম্ভাবনার জায়গা। আজকে সেমিফাইনালে উঠে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে। এটা আমরা অর্জন করেছি। বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে ছিল। আজকে সেরা চারে ফিরে এসেছে। বিশ্বকাপেই কিন্তু এ অবস্থান থেকে উন্নতি করার সুযোগ আছে।’
‘এই অর্জনে সকলের অবদান আছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনসহ আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনও সহায়তা করেছে। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে আমরা নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি। এ আয়োজনকে পূর্ণতা দিয়েছে নারী দল, দারুণ খেলা উপহার দিয়ে পদক জয়ের মাধ্যমে।’- আরো যোগ করেন তিনি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘বাংলাদেশের কাবাডি সম্ভাবনার জায়গা- এটা আমি সবসময় বলে আসছি। আজকে সেটা নতুন করে প্রমাণ করতে পেরেছি আমরা। আজ আমি আনন্দিত। এমন সহযোগিতা সকলের কাছ থেকে চাই। সকলে যদি এভাবে পাশে থাকেন, তাহলে বাংলাদেশের কাবাডি আরও এগিয়ে যাবে। আমাদের আগে বিশ্বকাপে পদক ছিল না, আজ হয়েছে, এটা বড় অর্জন। এখন কাজের শেষ নেই। আমার টার্গেট এশিয়ান গেমস। ২০২৬ এশিয়ান গেমস পর্যন্ত ক্যাম্প চলবে।’

