সৌম্যর ফেরার ইঙ্গিত দিলো রংপুর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯: ৩৬
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯: ৩৯

ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে এখনও মাঠে নামতে পারেননি সৌম্য সরকার। অবশ্য সিলেট পর্ব শেষে এই অলরাউন্ডারের মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছে রংপুর রাইডার্স।

আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে সৌম্যর নেটে ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে রংপুর। সেখানে দেখা যায়, সাবলীলভাবেই ব্যাটিং করছেন বাঁহাতি ওপেনার। যদিও সৌম্যকে ঠিক কোন ম্যাচে পাওয়া যাবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি রংপুর।

বিজ্ঞাপন

ওই ভিডিও’র ক্যাপশনে রংপুর লিখেছে, ‘রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন। অপেক্ষা ছিল বিপিএল মাতানোর। সৌম্য সরকার এখন ইনজুরির থাবা থেকে মুক্ত। পাগলা রাইডার্স, বিপিএলে সৌম্য ঝড় দেখার জন্য প্রস্তুত তো?’

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে আঙুলে চোট পান সৌম্য। এজন্য চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান। তাই বিপিএলের ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে মোট সাত ম্যাচে মাঠে নামলেও সৌম্যকে পায়নি রংপুর। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১৭ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে খেলতে নামবে নুরুল হাসান সোহানের দল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত