ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার স্যামুয়েল উমতিতি মাত্র ৩১ বছর বয়সেই অবসর ঘোষণা করলেন। দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়ে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলেন এই ডিফেন্ডার। তার ক্লাব ফুটবল ক্যারিয়ার ১৩ বছরেই থেমে গেল।
এ সময়ের মধ্যে বার্সেলোনাতেই সাত বছর কাটিয়ে দেন ক্যামেরুনে জন্ম নেওয়া উমতিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায় ঘোষণার সময় এই ফুটবলার জানান, উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া তার ক্যারিয়ারে ইতি টানার সময় হয়েছে। তার কোনো আক্ষেপ নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

