স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগিজ ফুটবলার দিয়েগো জতা। এ ঘটনার পেছনে তার ফুসফুসের অস্ত্রোপচারকেই দায়ী করা হচ্ছে।
জানা যায়, অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জতাকে বিমান ভ্রমণ নিষেধ করেছিলেন। যার ফলে সড়কপথেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন জতা ও তার ভাই আন্দ্রে সিলভা। আর তাতেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।
জতা ও তার ভাইয়ের শেষকৃত্য আজ। এদিন স্থানীয় সময় সকাল ১০টায় পর্তুগালের গোঁদোমার শহরে ধর্মীয় বিধি অনুসারে শেষ বিদায় জানানো হবে দুই ফুটবলারকে।

