আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিয়োগো জতার শেষকৃত্য আজ

স্পোর্টস ডেস্ক

দিয়োগো জতার শেষকৃত্য আজ

স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগিজ ফুটবলার দিয়েগো জতা। এ ঘটনার পেছনে তার ফুসফুসের অস্ত্রোপচারকেই দায়ী করা হচ্ছে।

বিজ্ঞাপন

জানা যায়, অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জতাকে বিমান ভ্রমণ নিষেধ করেছিলেন। যার ফলে সড়কপথেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন জতা ও তার ভাই আন্দ্রে সিলভা। আর তাতেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।

জতা ও তার ভাইয়ের শেষকৃত্য আজ। এদিন স্থানীয় সময় সকাল ১০টায় পর্তুগালের গোঁদোমার শহরে ধর্মীয় বিধি অনুসারে শেষ বিদায় জানানো হবে দুই ফুটবলারকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন