গাজাবাসীর জন্য কাঁদছে গার্দিওলার হৃদয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১৭: ১৭
আপডেট : ১১ জুন ২০২৫, ১৯: ১৪
সমাবর্তনে বক্তব্য রাখছেন পেপ গার্দিওলা, ছবি: ম্যানসিটি এফসি

ইসরাইলের আগ্রাসনে গাজার জনজীবন বিপর্যস্ত। ২০ মাস ধরে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে দেশটির বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। কমপক্ষে গাজার ৫৪ হাজার ৮৮০ জন নিহত হয়েছে ইসরাইলের হামলায়। গাজাবাসীর দুঃখ-দুর্দশায় মন কাঁদছে পেপ গার্দিওলার।

বিজ্ঞাপন

গত সোমবার ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নেওয়ার সময় দেওয়া এক বক্তব্যে ব্যথিত হৃদয়ে গাজাবাসীর পাশে দাঁড়ালেন ৫৪ বছরের এ স্প্যানিশ কোচ। ম্যানসিটি কোচ গার্দিওলা বলেন, ‘গাজায় আমরা যা দেখছি, তা খুবই বেদনাদায়ক। এসব আমাকে যন্ত্রণা দেয়।’

গার্দিওলা যোগ করেন, ‘আমাকে বিষয়টি স্পষ্ট করতে দিন, এটা আদর্শের বিষয় নয়। আমি ঠিক, নাকি আপনি ভুল, সেটার বিষয় নয়। এটা শুধু জীবনের প্রতি ভালোবাসা, আপনার প্রতিবেশীর যত্নের বিষয়। আমরা হয়তো ভাবতে পারি যে, আমরা চার বছরের ছেলেমেয়েদের বোমায় অথবা হাসপাতালে মারা যেতে দেখছি, কারণ এটি আর হাসপাতাল নয়। এটা আমাদের বিষয় নয়।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত