যে কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকছেন না কামিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১২: ২২

আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। আসন্ন সাদা বলের সিরিজ দুটিতে থাকছেন না প্যাট কামিন্স। মূলত অ্যাশেজকে সামনে রেখে প্রস্তুতিতে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারকা অলরাউন্ডার।

পরবর্তী অ্যাশেজ শুরু হবে আগামী ২১ নভেম্বর। তার আগে নিজের ফিটনেস ঝালিয়ে নিতে জিমে প্রচুর সময় দিতে চান কামিন্স। একই কারণে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না। অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন কামিন্স। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলার কথা তার। পাশাপাশি অ্যাশেজের আগে নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ড ম্যাচও খেলতে পারেন কামিন্স।

বিজ্ঞাপন

সাংবাদিকদের কামিন্স বলেন, ‘আগামী কয়েক মাস, ছয় সপ্তাহ বা তারও বেশি সময় ধরে আমাকে প্রশিক্ষণে থাকতে হবে। আমি সম্ভবত বোলিং নিয়ে কাজ করব না, জিমে প্রচুর সময় দিতে হবে। শরীরে বেশ ভালো অনুভব করছি। তবে সবসময়ই কিছু ছোট খাটো বিষয় থাকে যা আপনি সবসময় ঠিক করার চেষ্টা করেন এবং গ্রীষ্মের জন্য নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন। আমাদের নিউজিল্যান্ড, ভারতের বিরুদ্ধে কিছু ম্যাচ আছে। তারপর আগামী গ্রীষ্মে ঘরের মাঠে খেলা। আমার মনে হয় আপনি টেস্ট ক্রিকেটে ভালো করলে অন্যান্য সংস্করণেও সেটার প্রভাব ফেলবে। তাই আসন্ন গ্রীষ্মের সাথে এর কিছুটা যোগসূত্র আছে রয়েছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত