আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

নারী হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন

অপরাজেয় আলো নারী হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফাইনালে প্রত্যাশানুযায়ী জোন-৫ (বিকেএসপি) ৮-০ গোলে বিধ্বস্ত করে জোন-২কে (ঢাকা-ময়মনসিংহ)।

একপেশে হওয়া ম্যাচে বিকেএসপির হয়ে সর্বোচ্চ চারটি গোল করেন তন্নী খাতুন। জোড়া গোল উপহার দেন অর্পিতা পাল। একটি করে গোল করেন নিনি সেন রাখাই ও কনা আক্তার।

বিজ্ঞাপন

প্রথম কোয়ার্টারে সাত মিনিটে অর্পিতা পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ১১ মিনিটে ফিল্ড গোল উপহার দেন কনা। ১৪ মিনিটে ফিল্ড গোল করেন অর্পিতা। দ্বিতীয় কোয়ার্টারে আধিপত্য বজায় রাখে বিকেএসপি। এ সময় দুটি গোল করেন নিনি ও তন্নী।

তৃতীয় কোয়ার্টারে ৩৫ মিনিটে বিকেএসপির হয়ে ষষ্ঠ ও নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৩৭ মিনিটে তার হ্যাটট্রিক এবং ৫৩ মিনিটে বিকেএসপির হয়ে অষ্টম গোলটি করেন তন্নী। বিকেএসপির অর্পিতা সর্বোচ্চ গোলদাতার (২২টি) পুরস্কার জিতেছেন। একই দলের রিয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন