ফের ওয়েনের ব্যাটিং ঝড়

রেকর্ড গড়ে জিতল ওয়াশিংটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১৩: ৩৩
আপডেট : ২৭ জুন ২০২৫, ১৬: ১৭

মেজর লিগ ক্রিকেটের এবারের আসরে ব্যাট হাতে রীতিমতো উড়ছেন মিচেল ওয়েন। ওয়াশিংটন ফ্রিডমের আগের দুই জয়ের নায়ক ছিলেন এই অস্ট্রেলিয়ার ক্রিকেটার। এবার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ওয়াশিংটনের পাঁচ উইকেটের জয়ের দিনেও ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন তিনি। আরও একবার ওয়েনের জ্বলে উঠার দিনে রেকর্ড গড়েছে ওয়াশিংটন।

গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২১৩ রান জড়ো করে নাইট রাইডার্স। জবাবে শেষ বলে জয় তুলে নেয় ওয়াশিংটন। জয়ের পথে ফ্রাঞ্চাইজিটির কোনো ব্যাটার ফিফটির দেখা পাননি। টি-টোয়েন্টিতে এটা ব্যক্তিগত ফিফটি ছাড়া সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

বিজ্ঞাপন

রান তাড়ায় ওয়াশিংটনের হয়ে ১৬ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ওয়েন। তিন চারের পাশাপাশি চারটি ছয় মারেন এই তরুণ ব্যাটার। ৪২ রানের ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৩ বল মোকাবেলা করেন এই হার্ডহিটার। সমান বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। আন্দ্রিয়েস গাউসের ব্যাট থেকে আসে ৩১ রান। এছাড়া ওবুস পিয়েনারের অবদান ২৩ রান।

এর আগে আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরিতে রান পাহাড়ে চড়ে নাইট রাইডার্স। ৬০ বলে ১০৪ রানের ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। উন্মুক্ত চাঁদ এনে দেন ৪১ রান। আন্দ্রে রাসেল করেন ৩০ রান। এছাড়া ২০ রান আসে শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

নাইট রাইডার্স: ২১৩/৪ (২০ ওভার); ফ্লেচার ১০৪, চাঁদ ৪১; হল্যান্ড ২/২৫

ওয়াশিংটন ফ্রিডম: ২১৪/ ৫ (২০ ওভার); ওয়েন ৪৩, ম্যাক্সওয়েল ৪২, ফিলিপস ৩৩; তানভীর ২/৩৫

ফল: ওয়াশিংটন পাঁচ উইকেটে জয়ী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত