চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে দুর্দান্ত এক রাতের সাক্ষী হতে যাচ্ছে দর্শক। একই রাতে লড়াইয়ে নামতে যাচ্ছে ইউরোপের শীর্ষ দলগুলো। স্প্যানিশ লিগের দলগুলো থেকে মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রিমিয়ার লিগ থেকে লড়াইয়ে নামবে লিভারপুল, টটেনহ্যাম ও চেলসি। জার্মান লিগ থেকে মাঠে থাকছে বায়ার্ন মিউনিখ। এছাড়াও ইন্টার মিলানের মতো দল একই রাতে মাঠে নামছে। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও স্পোর্টিং সিপি। রাত ২টায় হাইভোল্টেজ ম্যাচে লড়বে ইন্টার মিলান ও লিভারপুল। একই সময় আতালান্তার মোকাবিলা করবে চেলসি; টটেনহ্যাম মাঠে নামবে স্লাভিয়া প্রাগের বিপক্ষে। পিএসভি আইন্দহোভেনও একই সময় মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। রাতের শেষ ম্যাচে লড়বে বার্সেলোনা ও ফ্রাঙ্কফুর্ট।
বার্সেলোনা বর্তমান সময়ে আছে ফর্মের চূড়ায়। ঘরোয়া লিগে দুর্দান্ত দাপট দেখাচ্ছেন রাফিনহো-লামিনে ইয়ামালরা। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে চ্যাম্পিয়নস লিগে তাদের অবস্থা ভালো নয়। পাঁচ ম্যাচে দুই জয়, দুই হারের সঙ্গে এক ড্র নিয়ে তালিকায় ১৮ নম্বরে অবস্থান করছে গত আসরের সেমিফাইনালিস্টরা। টেবিলের উপরে উঠতে তাদের সামনে জয়ের কোনো বিকল্প নেই।
এদিকে প্রিমিয়ার লিগে দারুণ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে লিভারপুল। হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না আর্না স্লটের দল। চ্যাম্পিয়ন লিগেও তাদের অবস্থান ১৩ নম্বরে। ঘুরে দাঁড়ানোর মিশন ইউরোপসেরার আসর থেকেই শুরু করতে মুখিয়ে আছে তারা।
ঘরোয়া লিগে ইন্টার মিলান দারুণ ফর্মে আছে। সেরা ছন্দে আছে চ্যাম্পিয়নস লিগেও। টেবিলে তারা আছে চারে। তাদের ওপরেই আছে বায়ার্ন। আজ তাদের সামনে সুযোগ উপরে ওঠার। চেলসি প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে না থাকলেও চ্যাম্পিয়নস লিগে আছে সাতে। আজ সহজ প্রতিপক্ষের বিপক্ষে এগিয়ে যাওয়ার সুযোগ ব্লুজদের। সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

