স্পোর্টস ডেস্ক
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) দুই রকমের রাত পার করেছে ওয়াশিংটন ফ্রিডম ও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। লো স্কোরিং ম্যাচে এমআই নিউইয়র্ককে ৬ উইকেটে হারিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে রানবন্যার ম্যাচে বৃষ্টি আইনে ১১ রানে জিতেছে নাইট রাইডার্স।
আগে ব্যাট করে পুনঃনির্ধারিত ১৮ ওভারে ১১২ রানে থামে নিউইয়র্কের ইনিংস। ৩৩ রান করেন কুনারজিত সিং। সমান ১৬ রান আসে সানি প্যাটেল ও হিথ রিচার্ডসের ব্যাট থেকে। জবাবে ৩ ওভার হাতে রেখে জয় তুলে নেয় ওয়াশিংটন। ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন আন্দ্রিয়েস গাউস। ১৮ বলে ২৭ রান করেন মার্ক চ্যাপম্যান।
বৃষ্টির কারণে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ও নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচের আয়ু এক ওভার কমিয়ে আনা হয়। আগে ব্যাট করে আন্দ্রে ফ্লেচারের ঝড়ো সেঞ্চুরিতে ২৪৩ রান জড়ো করে নাইট রাইডার্স। ৫৮ বলে ১১৮ রান করেন ফ্লেচার। অ্যালেক্স হেলসের অবদান ৫৮ রান। ২৬ বল খেলেন তিনি। এছাড়া ২৮ বলে ৪৯ রান করেন শেরফানে রাদারফোর্ড। বৃষ্টি আইনে সান ফ্রান্সিসকোর সামনে ২৪৫ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। জবাবে এক বল হাতে রেখে ২৩৩ রানে অলআউট হয় ফ্রাঞ্চাইজিটি। ৪০ বলে সর্বোচ্চ ৯২ রান করেন সঞ্জয় কৃষ্ণমূর্তি। হাম্মাদ আজমের ব্যাট থেকে আসে ৩৮ রান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউইয়র্ক: ১১২/৮ (১৮ ওভার); কুনারজিত ৩৩, সানি ১৬; ম্যাক্সওয়েল ৩/২৯
ওয়াশিংটন: ১১৩/৪ (১৫ ওভার); গাউস ৪৬, চ্যাপম্যান ২৭; ট্রিস্টান ২/৩৯
ফল: ওয়াশিংটন ৬ উইকেটে জয়ী
নাইট রাইডার্স: ২৪৩/৩ (১৯ ওভার); ফ্লেচার ১১৮, হেলস ৫৮; গোর ১/২২
সান ফ্রান্সিসকো: ২৩৩/১০ (১৮.৫ ওভার); সঞ্জয় ৯২, আজম ৩৮; কার্তিক ৩/৩১
ফল: নাইট রাইডার্স বৃষ্টি আইনে ১১ রানে জয়ী
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) দুই রকমের রাত পার করেছে ওয়াশিংটন ফ্রিডম ও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। লো স্কোরিং ম্যাচে এমআই নিউইয়র্ককে ৬ উইকেটে হারিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে রানবন্যার ম্যাচে বৃষ্টি আইনে ১১ রানে জিতেছে নাইট রাইডার্স।
আগে ব্যাট করে পুনঃনির্ধারিত ১৮ ওভারে ১১২ রানে থামে নিউইয়র্কের ইনিংস। ৩৩ রান করেন কুনারজিত সিং। সমান ১৬ রান আসে সানি প্যাটেল ও হিথ রিচার্ডসের ব্যাট থেকে। জবাবে ৩ ওভার হাতে রেখে জয় তুলে নেয় ওয়াশিংটন। ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন আন্দ্রিয়েস গাউস। ১৮ বলে ২৭ রান করেন মার্ক চ্যাপম্যান।
বৃষ্টির কারণে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ও নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচের আয়ু এক ওভার কমিয়ে আনা হয়। আগে ব্যাট করে আন্দ্রে ফ্লেচারের ঝড়ো সেঞ্চুরিতে ২৪৩ রান জড়ো করে নাইট রাইডার্স। ৫৮ বলে ১১৮ রান করেন ফ্লেচার। অ্যালেক্স হেলসের অবদান ৫৮ রান। ২৬ বল খেলেন তিনি। এছাড়া ২৮ বলে ৪৯ রান করেন শেরফানে রাদারফোর্ড। বৃষ্টি আইনে সান ফ্রান্সিসকোর সামনে ২৪৫ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। জবাবে এক বল হাতে রেখে ২৩৩ রানে অলআউট হয় ফ্রাঞ্চাইজিটি। ৪০ বলে সর্বোচ্চ ৯২ রান করেন সঞ্জয় কৃষ্ণমূর্তি। হাম্মাদ আজমের ব্যাট থেকে আসে ৩৮ রান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউইয়র্ক: ১১২/৮ (১৮ ওভার); কুনারজিত ৩৩, সানি ১৬; ম্যাক্সওয়েল ৩/২৯
ওয়াশিংটন: ১১৩/৪ (১৫ ওভার); গাউস ৪৬, চ্যাপম্যান ২৭; ট্রিস্টান ২/৩৯
ফল: ওয়াশিংটন ৬ উইকেটে জয়ী
নাইট রাইডার্স: ২৪৩/৩ (১৯ ওভার); ফ্লেচার ১১৮, হেলস ৫৮; গোর ১/২২
সান ফ্রান্সিসকো: ২৩৩/১০ (১৮.৫ ওভার); সঞ্জয় ৯২, আজম ৩৮; কার্তিক ৩/৩১
ফল: নাইট রাইডার্স বৃষ্টি আইনে ১১ রানে জয়ী
৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৪ মিনিট আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
২৮ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগে