প্রথম বিভাগে ২০ ক্লাবের মধ্যে অংশ নিচ্ছে না ৮ দল। ফলে এই ৮ দলে খেলা ক্রিকেটাররা আছেন মাঠের বাইরে। এই ক্রিকেটারদের মাঠে ফেরাতে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী জানুয়ারিতে সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ নামে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। পাশাপাশি জানিয়েছে, প্রথম বিভাগের বিকল্প হিসেবে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টে থাকবেন বিপিএলে দল না পাওয়া ক্রিকেটাররাও। রাজশাহী ও বগুড়ায় বিসিবির আয়োজনে হবে এই টুর্নামেন্ট।
প্রথম বিভাগে খেলতে না পারা ক্রিকেটারদের দাবি ছিল, সবার জন্যই এই টুর্নামেন্ট আয়োজন করা। তবে সে পথে হাঁটেনি বিসিবি। বরং, তারা ৮ দলের এই ক্রিকেটারদের জন্য বিকল্প টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছিল। তবে টুর্নামেন্টের ভবিষ্যৎ সম্পর্কে একটি ধারণা দিয়ে জানায়, সেখানে শুধু প্রথম বিভাগের ক্রিকেটাররা নয় থাকবে বিপিএলে দল না পাওয়া ক্রিকেটাররাও। এই টুর্নামেন্টে ক্রিকেটারদের পারিশ্রমিক কেমন হবে কিংবা কয় দলের হবে সেটা চূড়ান্ত করেনি। বিসিবি জানিয়েছে, ৬ কিংবা ৮ দলের টুর্নামেন্ট আয়োজন করা হবে।
তবে বিসিবির এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি ক্রিকেটাররা। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, এটি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বিভাগে খেলা একাধিক ক্রিকেটার আমার দেশকে জানায়, এভাবে এই টুর্নামেন্ট আয়োজন হলে প্রথম বিভাগের ক্রিকেটাররা কোনোভাবেই লাভবান হবে না। বরং, আরো ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

