মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় দিনেও চলছে রান উৎসব। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নাস্তানাবুদ করে রানের ফোয়ারা ছুটিয়েছেন ডেভন কনওয়ে আর রাচিন রবীন্দ্র। প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়ে কনওয়ে ছুটছিলেন ডাবল সেঞ্চুরির দিকে।
দ্বিতীয় দিনে তার মনের চাওয়াটা পূরণ হয়েছে। নিজের শতককে দুর্বার এক দ্বিশতকে রূপ দিয়েছেন তারকা এ ওপেনার। আগের দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন টম লাথাম। তাদের দুজনের দুরন্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে গড়েছে রানের পাহাড়। ৮ উইকেট হারিয়ে ৫৭৫ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে কিউইরা।
বে ওভালে প্রথম দিন শেষে ১৭৮ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। চমৎকার এই ইনিংসটাকে ডাবল সেঞ্চুরি বানিয়ে তবেই মাঠ ছেড়েছেন। টেস্টে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। অভিষেক টেস্টে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো কনওয়ে এবার পেলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ৩৬৭ বলে ৩১ বাউন্ডারির মারে ২২৭ রানের অসাধারণ এক ইনিংস উপহার দিয়েছেন কনওয়ে।
আর ৭২ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত রয়ে যান রাচিন রবীন্দ্র। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন জেডেন সিলস, অ্যান্ডারসন ফিলিপ আর জাস্টিন গ্রেভস।
দিনের শেষ দিকে ব্যাট হাতে নেমে ২৩ ওভারে কোনো উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে ক্যারিবীয়রা। অতিথি দলটি এখনো ৪৬৫ রানে পিছিয়ে। ৫৫ রান নিয়ে ব্যাটিংয়ে টিকে আছেন ব্র্যান্ডন কিং আর ৪৫ রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন জন ক্যাম্পবেল।
তার আগে এক উইকেট হারিয়ে ৩৩৪ রান নিয়ে প্রথম দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৫৭৫/৮, ১৫৫ ওভার (কনওয়ে ২২৭, লাথাম ১৩৭, রাচিন ৭২*, সিলস ২/১০০, ফিলিপ ২/১৫৪ ও গ্রেভস ২/৮৩)।
ওয়েস্ট ইন্ডিজ : ১১০/০, ২৩ ওভার (কিং ৫৫*, ক্যাম্পবেল ৪৫*)।
* দ্বিতীয় দিন শেষে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

