নিউইয়র্ককে জয়ে ফেরালেন বোল্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২: ০৫

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলমান আসরটা খুবই খারাপ যাচ্ছে এমআই নিউইয়র্কের। প্রথম ৭ ম্যাচের মধ্যে মাত্র একটাতে জিতেছে ফ্রাঞ্চাইজটি। তাদের একমাত্র জয়টা ছিল গত ১৯ জুন সিয়াটল অর্কাসের বিপক্ষে। এরপর টানা ৪ ম্যাচ হারে তারা। অবশেষে এলএ নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে জয়ে ফিরল নিউইয়র্ক। তাদের এই জয়ের নায়ক ট্রেন্ট বোল্ট।

সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে আগে ব্যাট করতে নেমে ১৫৪ রানে থামে নাইট রাইডার্স। মূলত বোল্টের দারুণ বোলিংয়ের কারণেই নিউইয়র্ককে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারেনি ফ্রাঞ্চাইজিটি। তাদের হয়ে ৮৬ রান করেন শেরফানে রাদারফোর্ড। ৪৪ বলে ৫ চারের পাশাপাশি ছয়টি ছয় মারেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। নাইট রাইডার্সের হয়ে আর কোনো ব্যাটার ২০ এর কোটায় যেতে পারেননি। আন্দ্রে রাসেল ১৫, আন্দ্রে ফ্লেচার ১১ ও ম্যাথু থম্প করেন ১০ রান। নিউইয়র্কের হয়ে ১৭ রানে ৪ উইকেট নেন বোল্ট।

জবাবে নিকোলাস পুরান ও মোনাঙ্ক প্যাটেলের ফিফটিতে ১৩ বল হাতে রেখে অনায়াসে জয় তুলে নেয় নিউইয়র্ক। ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন পুরান। ৫৬ রান এনে দেন প্যাটেল। নিউইয়র্কের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন সুনিল নারিন ও রাসেল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত