চ্যাম্পিয়নস ট্রফি

দুবাইয়ে দর্শকদের হাতে ইফতার পৌঁছে দেবে ইসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৪৫

দুই-এক দিন বাদেই শুরু হচ্ছে পবিত্র রমজান। চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশ হবে আসন্ন রমজানের মধ্যেই। তবে ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে আসা ক্রিকেট অনুরাগীদের ইফতার নিয়ে ঝামেলা পোহাতে হবে না। গ্যালারিতে থাকা দর্শকদের হাতে বিনা মূল্যে ইফতার পৌঁছে দেবে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছে আমিরাতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।


দর্শকদের জন্য ইফতারির ব্যবস্থার খবর দিয়ে ইসিবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রোববার এ গ্রুপে নিউজিল্যান্ড-ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’


টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হলেও ভারত খেলছে কেবল সংযুক্ত আরব আমিরাতে। রমজানের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সর্বোচ্চ তিনটি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তা না হলে অন্তত দুটি ম্যাচ তো হবেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত