ম্যানসিটিকে বিদায় করে কোয়ার্টারে আল হিলাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০: ৪২
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১০: ৫২

ক্লাব বিশ্বকাপের ফের বড় ধরনের অঘটন ঘটল। এবার অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তাদের ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে নেইমার জুনিয়রের সাবেক ক্লাব আল হিলাল।

ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই ৩০ মিনিটের খেলায় সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে আর পেরে উঠেনি ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্টরা।

বিজ্ঞাপন

নামে ভারে আল হিলালের চেয়ে বেশ এগিয়ে ম্যানসিটি। ম্যাচেও সেটা করে দেখিয়েছে তারা। দাপুটে ফুটবলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। যদিও অতিরিক্ত সময়ে দুই গোল হজম করে কপাল পুড়েছে ম্যানসিটির।

হারলেও শুরুটা দারুণ ছিল ম্যানসিটির। নবম মিনিটে বার্নার্দো সিলভার কল্যাণে এগিয়ে যায় সিটিজেনরা। ৪৬ মিনিটে মার্কোস লিয়ানার্দো আল হিলালকে ম্যাচে ফেরান। ছয় মিনিটের ব্যবধানে ম্যালকম জালের দেখা পেলে লিড নেয় সৌদি আরবের প্রতিনিধিরা। ৩ মিনিট পর আর্লিং হাল্যান্ড গোল করলে সমতা টানে ম্যানসিটি। নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।

অতিরিক্ত সময়ের শুরুতেই স্কোরলাইন ৩-২ করে আল হিলাল। ৯৪ মিনিটে তাদের হয়ে লক্ষ্যভেদ করেন কালিদো কোলিবালি। ১০৪ মিনিটে ফিল ফোডেনের গোলে ম্যাচে ফেরে জায়ান্টরা। ১১২ মিনিটে নিজের দ্বিতীয় ও আল হিলালের হয়ে চতুর্থ গোলটি করেন লিওনার্দো। এই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত