আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে এখন লম্বা ছুটিতে বাংলাদেশ দল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না। লম্বা বিরতির মধ্যে ক্রিকেটাররা বিপিএলে খেলবেন। এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের আগে ব্যাটারদের দুর্বলতাগুলো কাটিয়ে তুলতে চান হেড কোচ ফিল সিমন্স। তার চাওয়াতে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ ব্যাটিং ক্যাম্প। হেড কোচ ফিল সিমন্সের পাশাপাশি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল থাকবেন এই ক্যাম্পের দেখভালের দায়িত্বে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে বলে জানা গেছে। আপাতত ছয়জন ক্রিকেটারকে এই ক্যাম্পে ডাকা হয়েছে। তার মধ্যে আজ তিনজন ক্রিকেটারের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।
সবশেষ টি-টোয়েন্টি সিরিজগুলোতে ব্যাট হাতে লাল-সবুজের প্রতিনিধিদের পারফরম্যান্স ভালো ছিলÑএমনটা বলার সুযোগ নেই। টপ অর্ডার থেকে আসছে না নিয়মিত বড় ইনিংস। যার ধাক্কায় মিডল অর্ডার থেকেও নিয়মিত বড় ইনিংস আসছে না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার দিকে মনোযোগ দিতে চান হেড কোচ ফিল সিমন্স। সে কারণে তার বাড়তি আগ্রহ থেকে এই বিশেষ ক্যাম্প আয়োজন করা হচ্ছে।
ব্যাটিং নিয়ে এই বিশেষ ক্যাম্পের প্রথম দিনে অংশ নেবেন তিন ক্রিকেটার। তারা হলেনÑতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান। এছাড়া ওমরাহ করতে বর্তমানে দেশের বাইরে থাকা জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব ও শামীম পাটোয়ারী এই ক্যাম্পে যোগ দেবেন দেশে ফিরে। এছাড়া দলের প্রয়োজনে আরো কয়েকজন ক্রিকেটারকে অনুশীলনে ডাকতে পারে বিসিবি। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাসিবুল হাসান শান্ত। তিনি বলেন, ‘ব্যাটারদের ব্যাটিংয়ে খানিকটা দুর্বলতা আছে। বিরতির সময়ে সেই ব্যর্থতাগুলো নিয়ে কাজ করতেই এই ক্যাম্প আয়োজন করা হয়েছে।’ এই ক্যাম্পের বাইরে থাকা ক্রিকেটাররা নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন। তবে ছুটিতে থাকলেও ক্রিকেটাররা বসে নেই। নিজেদের মতো করে জিম ও ব্যাট-বলে নিজেদের শানিয়ে নিচ্ছেন। প্রস্তুত হচ্ছেন বিশ্বকাপের জন্য।
ব্যাটারদের এই বিশেষ ক্যাম্পে আপাতত ডাকা হয়নি অধিনায়ক লিটন দাস, সহ-অধিনায়ক সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা মিডল অর্ডারের অন্য ক্রিকেটারদের। তবে তাদেরকে ক্যাম্পে ডাকা না হলেও হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে পরামর্শ করে নিজেদের অনুশীলন চালিয়ে নিবেন তারা।
এই ক্যাম্প টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে হচ্ছে না সেটা জানিয়ে নির্বাচক শান্ত বলেন, ‘যদি বলা হয় এটা টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে করা হচ্ছে, তাহলে একটা ভুল বার্তা যাবে। তাহলে সবাই ভাববে যারা ক্যাম্পে আছে তারা সবাই বিশ্বকাপে যাবে।’
বিশেষ এই ক্যাম্প শেষে সরাসরি বিপিএলে খেলতে নামবেন ক্রিকেটাররা। এর আগে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।

