আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রোমাঞ্চকর ম্যাচ জিতে সেমিফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক
রোমাঞ্চকর ম্যাচ জিতে সেমিফাইনালে পিএসজি

দাপুটে পারফরম্যান্সের ছন্দটা ধরে রাখল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেললো ফরাসি চ্যাম্পিয়নরা। বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ীরা।

বিজ্ঞাপন

দারুণ এ জয়ে ক্লাব ফুটবলের বৈশ্বিক আসরের সেমিফাইনালের টিকিট কেটেছে পিএসজি। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। কিন্তু পরের মিনিটে ম্যাচের ডেডলক ভেঙ্গে দেয় পিএসজি।

দেসিরে দুয়ের গোলে এগিয়ে যায় ফ্রান্সের ক্লাবটি। পরে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে পিএসজির জয়ের ব্যবধান দ্বিগুণ করেন ওসমান দেম্বেলে।

রোমাঞ্চকর ম্যাচের শেষ ৮ মিনিট ৯ জন নিয়ে খেলেও জিতেছে পিএসজি। ৮২ মিনিটে লিও গোর্তেকাকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন উইলিয়ান পাচো। ইনজুরি টাইমের ২ মিনিটে লুকাস হার্নান্দেজও লাল কার্ড পান। বায়ার্নের লেফট ব্যাক রাফায়েল গুয়েরেইরোকে কনুই মারার শাস্তি হিসেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন