এমন ড্রয়েও আনন্দ আছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৪: ২১

লম্বা সময় ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে আধিপত্য নেই ম্যানইউ’র। চলমান মৌসুমে তো আরও বেশি ভুগতে হচ্ছে রেড ডেভিলদের। পরিস্থিতি এমন হয়েছে যে, এখন অল্প কিছুতেই আনন্দ খুঁজে নিচ্ছে রুবেন আমোরিমের শিষ্যরা।

এই যেমন প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানইউ। বেশকিছু কারণে পয়েন্ট ভাগের ম্যাচটিতেও বেশ তৃপ্ত ম্যানচেস্টারের ক্লাবটি।

বিজ্ঞাপন

ফর্মের বিবেচনায় বর্তমান সময়ে ম্যানইউ’র চেয়ে অনেক এগিয়ে লিভারপুল। প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে রীতিমতো উড়ছে মার্সিসাইডের ক্লাবটি। অবস্থান করছে টেবিলের শীর্ষে। শুধু তাই নয়, নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ধরাছোঁয়ার বাইরে আছে তারা।

ইংল্যান্ডের শীর্ষ লিগে আগের ৩ ম্যাচে টানা হেরেছে ম্যানইউ। এমন দুরবস্থা থেকে বের হয়ে এসে ফর্মে থাকা লিভারপুলের সঙ্গে দারুণ লড়াই করেছে প্রতিযোগিতার ইতিহাসের সফলতম দলটি। এজন্য ড্র করলেও খুশি তারা। অন্তত পরাজয় তো এড়ানো গেছে!

অ্যানফিল্ডে ৫২তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে লিড নেয় ম্যানইউ। সে লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৫৯ ও ৭০ মিনিটে কোডি গাকপো ও মোহাম্মদ সালাহ গোল করলে হারের শঙ্কায় পড়ে যায় সফরকারী শিবির। যদিও নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে আমাদ দিয়ালোর গোলে ১ পয়েন্ট নিয়ে ফিরেছে তারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত