রিয়াল-বায়ার্নের জয়, চেলসি-লিভারপুলের গোলোৎসব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৪: ২৮

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাদের জয়ের নায়ক ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। এই মিডফিল্ডারের একমাত্র গোলে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। অন্য ম্যাচে টানা বাজে ফর্ম কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। জার্মানির ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে তাদেরই মাঠে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে অল রেডরা।

বিজ্ঞাপন

রিয়ালের জয়ের পেছনের কারিগর ভিনিসিউস জুনিয়র। ৫৮তম মিনিটে জুভেন্টাসের তিনজন খেলোয়াড়কে কাটিয়ে তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে এলে সেটিকে সহজেই জালে জড়িয়ে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন বেলিংহ্যাম। এই হারে জুভেন্টাসের জয়খরা আরও বাড়লো। টানা সাত ম্যাচে জয়শূন্য রইলো তুরিনের বুড়িরা। এই জয়ে রিয়ালের পয়েন্ট হলো ৯। ৩৬ দলের পয়েন্ট তালিকায় জুভেন্টাস এখন ২ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে।

অন্য ম্যাচে টানা চার ম্যাচে পরাজয়ের বৃত্ত থেকে বের হয়েছে লিভারপুল। ম্যাচে প্রথমে এগিয়ে যায় ফ্রাঙ্কফুট। ২৬তম মিনিটে রাসমুস ক্রিস্টেনসেন গোল করেন। বাকি সময়টা লিভারপুলের। একে একে স্কোরারের তালিকায় নাম লেখান উগো একিতিকে, ভার্জিল ফন ডাইক, ইব্রাহিম কোনাতে, কোডি গাকপো ও ডমিনিক সোবোসলাই। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন ৬ নম্বরে।

দিনের অন্য ম্যাচে চেলসি ৫-১ গোলে আয়াক্সকে এবং বায়ার্ন মিউনিখ ৪-০ গোলে ক্লাব ব্রুজকে পরাজিত করেছে। বায়ার্নের হয়ে গোল করেছেন লেনার্ট কার্ল, হ্যারি কেইন, লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন। চেলসির হয়ে পাঁচটি গোল করেন কাইসাদো, এনজো, এস্তেভাও এবং তাইরিক জর্জ। আয়াক্সের হয়ে এক গোল শোধ দেন ভাউট ভেগহোস্ট। এদি জয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বরে উঠে এসেছে চেলসি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত