২০২৬ ফিফা বিশ্বকাপের বাকি আর ১৮৭ দিন। দরজায় কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট মহাদ্বৈরথের আসর। এরই মধ্যে হয়ে গেল ড্র অনুষ্ঠান। আগামী বছরের ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবলের মহাযজ্ঞের ভাগ্য নির্ধারণী মিলনমেলা বসেছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন স্বাগতিক দেশ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিসহ ফুটবলের সাবেক রথী-মহারথীরা উপস্থিত ছিলেন।
ড্রয়ে প্রথমেই তিন স্বাগতিক দেশের গ্রুপ ঘোষনা করা হয়, যা আগেই ঠিক করে রাখা হয়েছিল। স্বাগতিক মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে খেলবে। এরপর শুরু হয় বাকি ৪৫ দলের ভাগ্য নির্ধারণ। পট থেকে বল তোলেন ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি। ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি। মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং এনবিএর চারবারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও'নিল।
প্রথমবারের ১২ গ্রুপের ১২টি দল নির্ধারিতত হয়। এরপর দ্বিতীয় ধাপে তা গিয়ে ঠেকে ২৪ দলে। এরপরই চমকের পালা। তৃতীয় ধাপের পর দেখা গেল একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে। তার মানে বিশ্বকাপেই লড়াই হতে যাচ্ছে সময়ের সেরা দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের। এরপর শেষ ধাপে চূড়ান্ত হয়ে যায় ৪৮টি দলের লড়াইয়ের সমীকরণ। দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে পড়েছে
এক নজরে বিশ্বকাপের সব গ্রুপ
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
২০২৬ বিশ্বকাপ ড্র
সহজ গ্রুপে আর্জেন্টিনা-ব্রাজিল, মুখোমুখি এমবাপ্পে-হালান্ড

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের বাকি আর ১৮৭ দিন। দরজায় কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট মহাদ্বৈরথের আসর। এরই মধ্যে হয়ে গেল ড্র অনুষ্ঠান। আগামী বছরের ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবলের মহাযজ্ঞের ভাগ্য নির্ধারণী মিলনমেলা বসেছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন স্বাগতিক দেশ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিসহ ফুটবলের সাবেক রথী-মহারথীরা উপস্থিত ছিলেন।
ড্রয়ে প্রথমেই তিন স্বাগতিক দেশের গ্রুপ ঘোষনা করা হয়, যা আগেই ঠিক করে রাখা হয়েছিল। স্বাগতিক মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে খেলবে। এরপর শুরু হয় বাকি ৪৫ দলের ভাগ্য নির্ধারণ। পট থেকে বল তোলেন ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি। ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি। মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং এনবিএর চারবারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও'নিল।
প্রথমবারের ১২ গ্রুপের ১২টি দল নির্ধারিতত হয়। এরপর দ্বিতীয় ধাপে তা গিয়ে ঠেকে ২৪ দলে। এরপরই চমকের পালা। তৃতীয় ধাপের পর দেখা গেল একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে। তার মানে বিশ্বকাপেই লড়াই হতে যাচ্ছে সময়ের সেরা দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের। এরপর শেষ ধাপে চূড়ান্ত হয়ে যায় ৪৮টি দলের লড়াইয়ের সমীকরণ। দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে পড়েছে
এক নজরে বিশ্বকাপের সব গ্রুপ
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
