আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জিতল ভারত

স্পোর্টস ডেস্ক

প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জিতল ভারত
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি উদযাপন যশস্বী জয়সওয়ালের

প্রথম ওয়ানডে জিতে কাজটা সহজ করে রেখেছিল। দ্বিতীয় ম্যাচেই শেষ হতে পারতো সিরিজের জয়ের আনুষ্ঠানিকতা। কিন্তু দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার রেকর্ড গড়া জয়ে তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে পড়ে অলিখিত ফাইনাল। যশস্বী জয়সওয়ালের (১১৬*) দাপুটে সেঞ্চুরি আর রোহিত শর্মা (৭৫) ও বিরাট কোহলির (৬৫*) দুরন্ত ফিফটিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। স্বাগতিকরা জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। ৩৯.৫ ওভারেই ২৭১ রানের লক্ষ্যটা ১ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে লোকেশ রাহুলরা। জয়টা এসেছে ৬১ বল হাতে রেখে। ভারত তিন ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

বিজ্ঞাপন

তার আগে প্রসিদ্ধ কৃষ্ণা আর কুলদীপ যাদবের পেস-স্পিন সামলে ২৭০ রানের পুঁজি গড়ে সফরকারীরা। বিশাখাপত্তনমে কুইন্টন ডি কক উপহার দিয়েছেন ১০৬ রানে দুরন্ত এক ইনিংস। ৮৯ বলের দাপুটে ইনিংসটি ৮ বাউন্ডারি ও ৬ ছক্কায় সাজান ডি কক।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ২৭০/১০, ৪৭.৫ ওভার (ডি কক ১০৬, বাভুমা ৪৮; কৃষ্ণা ৪/৬৬ ও কুলদীপ ৪/৪১)।

ভারত: ২৭১/১, ৩৯.৫ ওভার (জয়সওয়াল ১১৬*, রোহিত ৭৫,কোহলি ৬৫*; মহারাজ ১/৪৪)।

ফল: ভারত ৯ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: যশস্বী জয়সওয়াল।
সিরিজ সেরা: বিরাট কোহলি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন