প্রথম ওয়ানডে জিতে কাজটা সহজ করে রেখেছিল। দ্বিতীয় ম্যাচেই শেষ হতে পারতো সিরিজের জয়ের আনুষ্ঠানিকতা। কিন্তু দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার রেকর্ড গড়া জয়ে তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে পড়ে অলিখিত ফাইনাল। যশস্বী জয়সওয়ালের (১১৬*) দাপুটে সেঞ্চুরি আর রোহিত শর্মা (৭৫) ও বিরাট কোহলির (৬৫*) দুরন্ত ফিফটিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। স্বাগতিকরা জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। ৩৯.৫ ওভারেই ২৭১ রানের লক্ষ্যটা ১ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে লোকেশ রাহুলরা। জয়টা এসেছে ৬১ বল হাতে রেখে। ভারত তিন ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
তার আগে প্রসিদ্ধ কৃষ্ণা আর কুলদীপ যাদবের পেস-স্পিন সামলে ২৭০ রানের পুঁজি গড়ে সফরকারীরা। বিশাখাপত্তনমে কুইন্টন ডি কক উপহার দিয়েছেন ১০৬ রানে দুরন্ত এক ইনিংস। ৮৯ বলের দাপুটে ইনিংসটি ৮ বাউন্ডারি ও ৬ ছক্কায় সাজান ডি কক।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২৭০/১০, ৪৭.৫ ওভার (ডি কক ১০৬, বাভুমা ৪৮; কৃষ্ণা ৪/৬৬ ও কুলদীপ ৪/৪১)।
ভারত: ২৭১/১, ৩৯.৫ ওভার (জয়সওয়াল ১১৬*, রোহিত ৭৫,কোহলি ৬৫*; মহারাজ ১/৪৪)।
ফল: ভারত ৯ উইকেটে জয়ী।

