টানা পাঁচ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছেন সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা। তার বেতন ও বোনাস বকেয়া রয়েছে। ফ্লাইট টিকিটও পাননি। এসব কারণে ফিফায় অভিযোগ করেন তিতা। ফিফায় একই অভিযোগ করেছেন কিংসের সাবেক ট্রেনার খলিল চাকরৌনও। ওমান থেকে খলিল জানান, ‘কিংসের কাছে মার্চ থেকে মে মাস পর্যন্ত বেতন, বোনাস (ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ) ফি এবং বেতন বিলম্ব প্রদানের জরিমানা প্রাপ্য। আমার মতোই পাওনা তিতার (রোমানিয়ান কোচ)। যখন ঢাকা ছেড়ে আসি তখন ক্লাব ম্যানেজার ওয়াসিম বলছিলেন আমাদের অর্থ দ্রুত পরিশোধ করবে। কয়েক মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে আমরা সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু না হওয়ায় ফিফায় আবেদন করতে বাধ্য হয়েছি।’
কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ
স্পোর্টস রিপোর্টার

কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০২: ০০

টানা পাঁচ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছেন সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা। তার বেতন ও বোনাস বকেয়া রয়েছে। ফ্লাইট টিকিটও পাননি। এসব কারণে ফিফায় অভিযোগ করেন তিতা। ফিফায় একই অভিযোগ করেছেন কিংসের সাবেক ট্রেনার খলিল চাকরৌনও। ওমান থেকে খলিল জানান, ‘কিংসের কাছে মার্চ থেকে মে মাস পর্যন্ত বেতন, বোনাস (ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ) ফি এবং বেতন বিলম্ব প্রদানের জরিমানা প্রাপ্য। আমার মতোই পাওনা তিতার (রোমানিয়ান কোচ)। যখন ঢাকা ছেড়ে আসি তখন ক্লাব ম্যানেজার ওয়াসিম বলছিলেন আমাদের অর্থ দ্রুত পরিশোধ করবে। কয়েক মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে আমরা সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু না হওয়ায় ফিফায় আবেদন করতে বাধ্য হয়েছি।’
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com
