আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টানা ৮ম জয় পেল রংপুর

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

টানা ৮ম জয় পেল রংপুর

রংপুর রাইডার্সের জয়রথ ছুটছেই। এবার চিটাগং কিংসকে হারিয়ে চলতি বিপিএলে টানা অষ্টম জয় তুলে নিলো নুরুল হাসান সোহানের দল। খুশদিল শাহর বিষ্ফোরক ফিফটি এনে দেয় লড়াকু সংগ্রহ। এরপর বোলারদের কল্যাণে সহজেই স্বাগতিকদের হারায় রংপুর।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংকে ৩৪ রানে হারায় রংপুর। আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান করে তারা। ২৮ বলে ২ চার ও ৭ ছক্কায় ৫৯ রানের বিষ্ফোরক ইনিংস খেলেন দলটির পাকিস্তানি ব্যাটার খুশদিল।

বিজ্ঞাপন

জবাবে ১৩১ রানে শেষ হয় চিটাগংয়ের ইনিংস। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি কোনো অবস্থাতেই জয়ের দৌড়ে ছিল না। শামিম হোসেন পাটোয়ারি ছাড়া আর কেউ পারেননি দাপট দেখাতে। যদিও তার ৩১ বলে ৩৮ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

৮ ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো রংপুর। আর হারলেও ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই আছে চিটাগং। নেট রান রেটে পিছিয়ে থাকা বরিশাল আছে ৩ নম্বরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন