আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দল ঘোষণার পরই স্থগিত নারী কাবাডি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

দল ঘোষণার পরই স্থগিত নারী কাবাডি বিশ্বকাপ

আগামী ৩ আগস্ট ভারতের হায়দরাবাদে হওয়ার কথা ছিল নারী কাবাডি বিশ্বকাপ। এজন্য গতকাল শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে দলও ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু দল ঘোষণার পরপরই অ্যামেচার কাবাডি ফেডারেশন অব ইন্ডিয়া থেকে কাবাডি ফেডারেশনের কাছে মেইল আসে যে, এই বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ আমার দেশকে বলেন, ‘আমাদের কাছে আজকে (গতকাল) বেলা ৩টা ১০ মিনিটে বিশ্বকাপ স্থগিতের মেইল এসেছে। বিভিন্ন দেশের ভিসা জটিলতাসহ নানা সমস্যার কারণে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। টুর্নামেন্ট কবে শুরু হবে, সেটি তারা জানাবে।’

নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ব্রোঞ্জ পদক নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘মেয়েদের বিশ্বকাপে আমাদের প্রথম লক্ষ্য পদক (ব্রোঞ্জ) নিশ্চিত করা। এরপর তার রং পরিবর্তনের (রুপা বা স্বর্ণ) চেষ্টা করব। তা ছাড়া এশিয়াডের পদকও পুনরুদ্ধার করতে চাই।’ নারী কাবাডি বিশ্বকাপে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ১৪টি দেশ অংশ নেওয়ার কথা।

বিজ্ঞাপন

এ বিশ্বকাপের জন্য সিনিয়র রুপালী আক্তারকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করে কাবাডি ফেডারেশন। টুর্নামেন্ট স্থগিত হলেও ঘোষিত দলটিই বিশ্বকাপে খেলবে। দলে জায়গা পেয়েছেন- রুপালী আক্তার সিনিয়র (অধিনায়ক), শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার জুনিয়র, দিশা মনি সরকার, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, তাহরিম, ইসরাত জাহান সাদিকা ও আঞ্জুমান আরা রাত্রি। এ টুর্নামেন্টের মধ্য দিয়ে ক্যারিয়ারে ইতি টানবেন বলেই রুপালী আক্তার সিনিয়রকে অধিনায়ক করা হয়েছে জানান সোহাগ।

সর্বশেষ ২০১৪ ইনচন এশিয়াডে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর আট বছর আগে ২০০৬ সালে ছেলেরা সবশেষ পদক জেতে। আগামী এক বছরের পঞ্জিকা ঘোষণা করে কাবাডির অ্যাডহক কমিটি। যেখানে ঘরোয়া জাতীয় চ্যাম্পিয়নশিপসহ আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সূচি রয়েছে কাবাডি দলের। অতীতে দেখা গেছে, চমক আর জাকজমকপূর্ণ খেলার আয়োজন করেও আন্তর্জাতিক আসরে পদক পুনরুদ্ধার করতে পারেনি তারা। সোহাগ বলেন, ‘আমরা এ লক্ষ্যে কাজ শুরু করতে চাই। এতে ফল পাব বলে আশা করি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন