আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টানা নবম জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

টানা নবম জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা

লা লিগার চলতি মৌসুমে শুরুটা এলোমেলো হলেও বর্তমানে দুর্দান্ত ফর্মে হয়েছে বার্সেলোনা। জয়ের স্রোতে ভেসে চলছে হ্যান্সি ফ্লিকের দল। এবার টানা নবম জয় তুলো নিলো বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এ যাত্রায় তারা ২-০ গোলে হারিয়েছে এস্পানিওলকে। বার্সেলোনার হয়ে গোল দুটি করেন দানি ওলমো ও রবার্ট লেভানডোভস্কি।

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা বলের দখলে এগিয়ে থাকলেও স্বাগতিক এস্পানিওল লড়েছে সমানে সমানে। এক সময় মনে হচ্ছিল বছরের প্রথম ম্যাচটা ড্র দিয়েই শেষ করবে বার্সা। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ৪ মিনিটের ব্যবধানে ওলমো ও লেভানডোভস্কি গোল করলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

মৌসুমের ঠিক অর্ধেক (১৯ ম্যাচ) শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। ১৬ ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট হ্যান্সি ফ্লিকের দলের। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৪২। সামনে তাদের কঠিন পথ। একটু এদিকসেদিক হলেই শিরোপার স্বপ্ন শেষ হয়ে যাবে। এস্পানিওল ১৮ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন