পেশাদার লিগে প্রথম শিরোপা জিতল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৮: ৩৭
আপডেট : ১৭ মে ২০২৫, ১৯: ২৫

প্রিমিয়ার লিগ ফুটবলে শনিবার (১৭ মে) কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসির কাছে ২-১ গোলে হেরেছে আবাহনী লিমিটেড। ধানমন্ডির ক্লাবটির এই হারে শিরোপা নিশ্চিত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। পেশাদার লিগে এটা মতিঝিল পাড়ার ক্লাবটির প্রথম শিরোপা। ২৩ বছর পর ফুটবল লিগ জিতল সাদা কালো জার্সিধারীরা।

লিগে ১৫ ম্যাচে তালিকায় শীর্ষে থাকা মোহামেডানের অর্জন সর্বোচ্চ ৩৮ পয়েন্ট। তাদের সমান ম্যাচ খেলে তালিকার দুই নম্বরে থাকা আবাহনীর সংগ্রহ ২৮ পয়েন্ট। দুই দলের পয়েন্ট ব্যবধান ১০। ফলে বাকি তিন ম্যাচে জিতলেও পয়েন্ট টেবিলে দুইয়েই থাকবে আবাহনী, শীর্ষ স্থান ধরে রাখবে মোহামেডান।

বিজ্ঞাপন

গতকাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৪-১ গোলে জিতে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যায় তারা। এবার আবাহনী হেরে যাওয়ায় শিরোপা নিশ্চিত হলো তাদের। ২০০৭ সালে পেশাদার লিগ চালু হওয়ার পর এই প্রথম শিরোপা জিতল মোহামেডান। এর আগে ঢাকা লিগে ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২৩ বছর পর ফুটবলের শীর্ষ লিগের শিরোপা জিতেছে সাদা-কালো জার্সিধারীরা। সবশেষ ২০০২ সালে ঢাকা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান।

কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে খেলা ১৯ মিনিটেই এগিয়ে যায় ফর্টিস এফসি। গাম্বিয়ার পাও ওমর বাবু গোল করে দলটিকে এগিয়ে দেন। এরপর ইসা জালোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফর্টিস। খেলার শেষ দিকে আবাহনীর হয়ে একটি গোল শোধ দেন মো. হৃদয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত