চ্যালেঞ্জ কাপ
স্পোর্টস রিপোর্টার
ফুটবল অনুরাগীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের। নতুন মৌসুমের শুরুটা হচ্ছে চ্যালেঞ্জ কাপ দিয়ে। মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে ফেডারেশন কাপের শিরোপাধারীদের ফাইনাল ম্যাচটি। এক ম্যাচের এই আসরটির ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। আজ শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। গত মৌসুমে মোহামেডানকে ২-১ গোলে প্রথম আসরে হারিয়ে শিরোপা জিতেছিল কিংস।
গত বছর বাংলাদেশের ফুটবলে প্রথমবারের মতো চালু হয়েছে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আদলে লিগ চ্যাম্পিয়ন ও কাপজয়ী দলের মধ্যে হতে যাচ্ছে চ্যালেঞ্জ কাপ। মোহামেডানকে হারিয়ে আসরের প্রথম শিরোপা জিতে নিয়েছিল কিংস। এবারো এ দুদলই খেলছে। চ্যালেঞ্জ কাপের ট্রফি জিতেই নতুন মৌসুমের শুরুটা জয়ে রাঙাতে চায় ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। শিরোপা ধরে রাখতে চায় বসুন্ধরা কিংসও।
চলতি সেপ্টেম্বরের শুরুতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ জন্য দুদলের সিংহভাগ ফুটবলার ছিলেন খেলা আর অনুশীলনের মধ্যে। কিন্তু প্রাক-মৌসুম প্রস্তুতির দিক থেকে মোহামেডানের চেয়ে এগিয়ে কিংস। ক্লাবটি সব সময়ই প্রস্তুতি শুরু করে সবার আগে। এক্ষেত্রে ব্যতিক্রম মোহামেডান। দলটির কোচ আলফাজ আহমেদ পুরো দলকে নিয়ে অনুশীলন করেছেন সব মিলিয়ে মাত্র চারদিন!
কিংসের রয়েছে নিজস্ব মাঠ। যে কারণে ক্লাবটি প্রস্তুতি নিতে পারে সহজে। কিন্তু মোহামেডানের নেই নিজস্ব কোনো মাঠ। প্রস্তুতির জন্য সাদা-কালো শিবিরকে বেশ বেগ পেতে হয়। সংবাদ সম্মেলনে আলফাজও লুকালেন না সেই অসহায়ত্বের কথা। এ সবকিছু এক পাশে রেখে মাঠে সেরাটা উগড়ে দেওয়ার দৃঢ়প্রত্যয়ী মোহামেডান কোচ, ‘আত্মবিশ্বাস আছে, ফাইনালে আমরা শিরোপার জন্যই খেলব। বসুন্ধরাকে সম্মান দিতে হবে, তারা আমাদের চেয়ে ভালো দল। গত পাঁচ-ছয় মৌসুম তারা সব সময় আমাদের চেয়ে ভালো দল গড়েছে। বাংলাদেশে তারা উঁচুমানের কোচ আনে। এই কোচও ভালো, হাইপ্রোফাইলের।’
মোহামেডানের অধিনায়ক মেহেদী হাসান মিঠুর চোখেও শিরোপা জয়ের স্বপ্ন, ‘আসলে আমাদের এই ম্যাচের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার আমরা বসুন্ধরার কাছে হেরেছি। এবার আমরা চাই শিরোপা ফিরে পেতে। আসলে অধিনায়ক হিসেবে বাড়তি চাপ থাকবেই। তবে আমি অধিনায়ক হলেও সবাইকে বলেছি, শুধু আমি ক্যাপ্টেন নই, সবাই ক্যাপ্টেন। সবাই যদি দায়িত্ব নিয়ে খেলে, তাহলে ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো।’
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কিংসের অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘গত বছর চ্যালেঞ্জ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। একটাই ফাইনাল, জিততেই হবে। আমরা সেই মানসিকতা নিয়ে খেলতে নামব।’ কিংসের নতুন কোচ আর্জেন্টিনার মারিও গোমেজ বলেন, ‘শুক্রবারের (আজ) ম্যাচের জন্য আমরা প্রস্তুত।’
ফুটবল অনুরাগীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের। নতুন মৌসুমের শুরুটা হচ্ছে চ্যালেঞ্জ কাপ দিয়ে। মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে ফেডারেশন কাপের শিরোপাধারীদের ফাইনাল ম্যাচটি। এক ম্যাচের এই আসরটির ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। আজ শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। গত মৌসুমে মোহামেডানকে ২-১ গোলে প্রথম আসরে হারিয়ে শিরোপা জিতেছিল কিংস।
গত বছর বাংলাদেশের ফুটবলে প্রথমবারের মতো চালু হয়েছে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আদলে লিগ চ্যাম্পিয়ন ও কাপজয়ী দলের মধ্যে হতে যাচ্ছে চ্যালেঞ্জ কাপ। মোহামেডানকে হারিয়ে আসরের প্রথম শিরোপা জিতে নিয়েছিল কিংস। এবারো এ দুদলই খেলছে। চ্যালেঞ্জ কাপের ট্রফি জিতেই নতুন মৌসুমের শুরুটা জয়ে রাঙাতে চায় ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। শিরোপা ধরে রাখতে চায় বসুন্ধরা কিংসও।
চলতি সেপ্টেম্বরের শুরুতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ জন্য দুদলের সিংহভাগ ফুটবলার ছিলেন খেলা আর অনুশীলনের মধ্যে। কিন্তু প্রাক-মৌসুম প্রস্তুতির দিক থেকে মোহামেডানের চেয়ে এগিয়ে কিংস। ক্লাবটি সব সময়ই প্রস্তুতি শুরু করে সবার আগে। এক্ষেত্রে ব্যতিক্রম মোহামেডান। দলটির কোচ আলফাজ আহমেদ পুরো দলকে নিয়ে অনুশীলন করেছেন সব মিলিয়ে মাত্র চারদিন!
কিংসের রয়েছে নিজস্ব মাঠ। যে কারণে ক্লাবটি প্রস্তুতি নিতে পারে সহজে। কিন্তু মোহামেডানের নেই নিজস্ব কোনো মাঠ। প্রস্তুতির জন্য সাদা-কালো শিবিরকে বেশ বেগ পেতে হয়। সংবাদ সম্মেলনে আলফাজও লুকালেন না সেই অসহায়ত্বের কথা। এ সবকিছু এক পাশে রেখে মাঠে সেরাটা উগড়ে দেওয়ার দৃঢ়প্রত্যয়ী মোহামেডান কোচ, ‘আত্মবিশ্বাস আছে, ফাইনালে আমরা শিরোপার জন্যই খেলব। বসুন্ধরাকে সম্মান দিতে হবে, তারা আমাদের চেয়ে ভালো দল। গত পাঁচ-ছয় মৌসুম তারা সব সময় আমাদের চেয়ে ভালো দল গড়েছে। বাংলাদেশে তারা উঁচুমানের কোচ আনে। এই কোচও ভালো, হাইপ্রোফাইলের।’
মোহামেডানের অধিনায়ক মেহেদী হাসান মিঠুর চোখেও শিরোপা জয়ের স্বপ্ন, ‘আসলে আমাদের এই ম্যাচের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার আমরা বসুন্ধরার কাছে হেরেছি। এবার আমরা চাই শিরোপা ফিরে পেতে। আসলে অধিনায়ক হিসেবে বাড়তি চাপ থাকবেই। তবে আমি অধিনায়ক হলেও সবাইকে বলেছি, শুধু আমি ক্যাপ্টেন নই, সবাই ক্যাপ্টেন। সবাই যদি দায়িত্ব নিয়ে খেলে, তাহলে ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো।’
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কিংসের অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘গত বছর চ্যালেঞ্জ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। একটাই ফাইনাল, জিততেই হবে। আমরা সেই মানসিকতা নিয়ে খেলতে নামব।’ কিংসের নতুন কোচ আর্জেন্টিনার মারিও গোমেজ বলেন, ‘শুক্রবারের (আজ) ম্যাচের জন্য আমরা প্রস্তুত।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে