স্মিথের আক্ষেপ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯: ৫৭

সিডনি টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ৬ উইকেটের জয় পেলেও হাসেনি স্টিভ স্মিথের ব্যাট। এই ব্যাটারের সামনে ছিল ১০ হাজারি রানের ক্লাবে প্রবেশ করার সুযোগ। কিন্তু ১ রানের কারণে সে মাইলফলকে পৌঁছাতে পারেননি তিনি।

৯ হাজার ৯৬২ রান নিয়ে সিডনি টেস্ট শুরু করেন স্মিথ। প্রথম ইনিংসে ৩৩ রান করে বিদায় নেন। দ্বিতীয় ইনিংসে ৫ রান করলেই ১০ হাজারি ক্লাবে পা রাখতে পারতেন। হতাশ করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। প্রসিধ কৃষ্ণার বলে জয়সওয়ালের হাতে ধরা পড়ার আগে করেন ৪ রান। তাই ব্যক্তিগত ইনিংসের চাইতে বোধহয় ১০ হাজারের মাইলফলক না ছুঁতে পারার কারণেই বেশি মন পুড়ছে তার।

বিজ্ঞাপন

যদিও ১০ হাজারি রানের ক্লাবে পৌঁছানোর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না স্মিথকে। চলতি মাসের শেষদিকে শুরু হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। দলে থাকলে আসন্ন সিরিজে নিশ্চিতভাবেই বিশেষ মাইলফলকটির দেখা পাবেন এই তারকা ক্রিকেটার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত