চ্যাম্পিয়নস লিগ

এবারের ফাইনালে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৬: ০০
চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিয়ে হাস্যোজ্জ্বল দিজিরে দুয়ে, ছবি: এক্স

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফাইনালে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের হৃদয় ভেঙেছে তারা ৫-০ গোলে। ফরাসি ক্লাবটির চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে হয়েছে একগাদা রেকর্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে হওয়া রেকর্ডে চোখ রাখা যাক এবার-

বিজ্ঞাপন



চ্যাম্পিয়নস লিগ জিতে ফ্রান্সের প্রথম দল হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়েছে পিএসজি। ইউরোপের নবম ক্লাব হিসেবে ট্রেবল জিতেছে কোচ লুইস এনরিকের দল। ১৯৯৩ সালে মার্সেইয়ের পর দ্বিতীয় ফরাসি ক্লাব হিসেবে ইউরোপ সেরার তকমা গায়ে মাখল পিএসজি।



পিএসজির জার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে জোড়া গোল করেছেন ১৯ বছরের দিজিরে দুয়ের। তার সঙ্গে জালে বল জড়িয়েছেন ১৯ বছরের মাইয়ুলুও। ইউরোপিয়ান টুর্নামেন্টটির ফাইনালে একাধিক টিনএজ ফুটবলারের গোল স্কোরের রেকর্ড এটি।

৫-০

শিরোপার মঞ্চে ইন্টার মিলানকে ৫-০ গোলে ধরাশায়ী করেছে পিএসজি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে এর আগে কোনো ক্লাব ৫ গোলের ব্যবধানে জয়ের হাসি হাসতে পারেনি।


ফাইনালের প্রথম তিন গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন দিজিরে দুয়ের। আশরাফ হাকিমির প্রথম গোলে অবদান রাখার পর নিজে দুবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন পিএসজির এই স্ট্রাইকার।


দ্বিতীয় কোচ হিসেবে দ্বিতীয়বার ট্রেবল জয়ের রেকর্ড স্পর্শ করেছেন লুইস এনরিকে। পিএসজির আগে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে প্রথমবার এই কীর্তিতে নাম লেখান তিনি। প্রথমবার দুবার ট্রেবল জয়ের ইতিহাস গড়েন পেপ গার্দিওলা (বার্সা ২০০৮-০৯ ও ম্যানসিটি ২০২২-২৩)।


শিরোপা জয়ের লড়াইয়ে ৫ গোল খেয়ে কোনো গোল করতে না পারা প্রথম দল ইন্টার মিলান। ১৯৬২ সালে ইউরোপিয়ান কাপের (পূর্বের নাম) ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-৩ গোলে ধরাশায়ী করেছিল বেনফিকা।


এবারের চ্যাম্পিয়নস লিগে আশরাফ হাকিমি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গোলে ভূমিকা রেখেছেন ৯ বার (৪ গোল, ৫ অ্যাসিস্ট)। আসরটির এক মৌসুমে রক্ষণভাগের কোনো ফুটবলারের সর্বাধিক গোলে অবদান রাখার যৌথ রেকর্ড এটি। ইয়ান হার্ট ২০০০-০১ মৌসুমে ৯টি গোল-অ্যাসিস্ট করেছিলেন। ফাইনালে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করা প্রথম ফুটবলার হলেন হাকিমি।

৩৫
ইন্টার প্রথম ক্লাব হিসেবে ফাইনালে নিজেদের সেরা একাদশে ৩৫ বছর বা তদূর্ধ্ব বয়সের তিন ফুটবলারকে জায়গা করে দিয়েছে। তারা হলেন- ইয়ান সমার, ফ্রানচেস্কো অ্যাকারবি ও হেনরিখ মেখিতারিয়ান।

১৬৮

চ্যাম্পিয়নস লিগে প্রথম শিরোপা জয়ের আগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছে পিএসজি। ইউরোপিয়ান এ এলিট টুর্নামেন্টের মুকুট মাথায় তোলার আগে আসরটিতে পিএসজি খেলেছে ১৬৮ ম্যাচ (ইউরোপিয়ান কাপসহ)।

১৯

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সতীর্থের গোলে অবদান রাখা সর্বকনিষ্ঠ ফুটবলার হলেন দিজিরে দুয়ে। অ্যাসিস্ট করেছেন তিনি ১৯ বছর ৩৬২ দিন বয়সে। গত মৌসুমের ফাইনালে রিয়ালের হয়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে করা জুড বেলিংহ্যামের রেকর্ড ভেঙে (২০ বছর ৩৩৮ দিন) নতুন রেকর্ড গড়েছেন দুয়ে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত