ব্রাজিল ক্যাপ্টেনের ক্ষমা প্রার্থনা
স্পোর্টস ডেস্ক
‘আর্জেন্টিনাকে আমরা হারাব, অবশ্যই! গুঁড়িয়ে দেব ওদের, মাঠের ভেতরে এবং প্রয়োজন পড়লে মাঠের বাইরেও। আমি গোল করব। নিজের সবকিছু নিয়েই নামছি আমি’- মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তর্জন-গর্জনের এমন কথাই শুনিয়েছিলেন রাফিনহা। বিশ্বকাপজয়ী স্বদেশি কিংবদন্তি রোমারিওর ‘রোমারিও টিভি’ পডকাস্টে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এমন হুঙ্কার দিয়েও লাভ হয়নি। উল্টো বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। আর ৪-১ গোলের দুর্বার জয়ে বিশ্বকাপে নাম লিখেছে আর্জেন্টিনা।
ম্যাচে চিরশত্রু আর্জেন্টিনার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সেলেসাওরা। প্রতিবেশীর কাছে গেছে রীতিমত ধসে। নিজের দিকভ্রান্ত ও ছন্নছাড়া দলের অসহায়ত্বই ফুটে উঠেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে, ‘আজকে প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা হয়েছে, তা মেনে নিতে হবে আমাদের, যেভাবে তারা আমাদের উড়িয়ে দিয়েছে এবং জয় তাদেরই প্রাপ্য ছিল।’
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে যেভাবে খেলেছে, সেটা তাদের নামের সঙ্গে কোনোভাবেই যায় না। যেন ধীরে ধীরে বেরিয়ে আসছে ব্রাজিলের ঐতিহ্যের কঙ্কাল। তবে দরিভাল হাল ছেড়ে দিচ্ছেন না। তার আশা, সেদিন খুব দূরে নয়, আলোর দেখা পাবে সেলেসাওরা, ‘এটা উল্লেখযোগ্য একটি পরাজয় এবং আমরা খুবই জটিল ও কঠিন একটি প্রক্রিয়ার ভেতর আছি। তবে কোনো সংশয় নেই যে, আমরা পথ বের করে নেব (ঘুরে দাঁড়ানোর)।’
আত্মসমর্পণের পর এ মুহূর্তে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বও মেনে নিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকিনিওস, ‘এখনো খেলার রেশ রয়ে গেছে, এখনই কথা বলা কঠিন। তবে এটা বিব্রতকর। আজকে আমরা যা করেছি, এটার পুনরাবৃত্তি করা যাবে না।’
আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বস্ত হয়ে ভক্তদের কাছে ক্ষমা চান ব্রাজিল অধিনায়ক, ‘ম্যাচের শুরুটাই আমাদের ছিল বাজে। আমরা যা করতে পারি, এর গড়পড়তারও নিচে ছিল তা এবং ওরা তো এমনিতেই আত্মবিশ্বাসে টগবগ করে ছুটছে। ওরা জানে কীভাবে স্মার্ট ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে, ক্ষমা প্রার্থনা করছি।’
সমালোচনার জোয়ার বইয়ে গেলেও ক্যাপ্টেন মারকিনিওস কোচকে দায় দিতে নারাজ। আর্জেন্টিনার মতো লিখতে চান প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প, ‘এটা স্রেফ কোচের ভুল নয়, ফুটবলারদেরও দায় আছে অনেক। ফুটবলে এমন কোনো রহস্যময় ফর্মুলা নেই যে, কিছু একটা বেছে নিলে তা কাজ করবে। আমাদের সবাইকে আরো ভালো করতে হবে। দায় আমাদের সবারই ভাগাভাগি করতে হবে। সময় ও পরিস্থিতি উপলব্ধি করে মাটিতে পা রাখতে হবে। আমাদের ভাবনা ঠিকঠাক রাখতে হবে। আগে ওদেরও খারাপ সময় ছিল, ওরা তা কাটিয়ে উঠেছে। আমরাও তা করতে পারি।’
‘আর্জেন্টিনাকে আমরা হারাব, অবশ্যই! গুঁড়িয়ে দেব ওদের, মাঠের ভেতরে এবং প্রয়োজন পড়লে মাঠের বাইরেও। আমি গোল করব। নিজের সবকিছু নিয়েই নামছি আমি’- মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তর্জন-গর্জনের এমন কথাই শুনিয়েছিলেন রাফিনহা। বিশ্বকাপজয়ী স্বদেশি কিংবদন্তি রোমারিওর ‘রোমারিও টিভি’ পডকাস্টে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এমন হুঙ্কার দিয়েও লাভ হয়নি। উল্টো বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। আর ৪-১ গোলের দুর্বার জয়ে বিশ্বকাপে নাম লিখেছে আর্জেন্টিনা।
ম্যাচে চিরশত্রু আর্জেন্টিনার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সেলেসাওরা। প্রতিবেশীর কাছে গেছে রীতিমত ধসে। নিজের দিকভ্রান্ত ও ছন্নছাড়া দলের অসহায়ত্বই ফুটে উঠেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে, ‘আজকে প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা হয়েছে, তা মেনে নিতে হবে আমাদের, যেভাবে তারা আমাদের উড়িয়ে দিয়েছে এবং জয় তাদেরই প্রাপ্য ছিল।’
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে যেভাবে খেলেছে, সেটা তাদের নামের সঙ্গে কোনোভাবেই যায় না। যেন ধীরে ধীরে বেরিয়ে আসছে ব্রাজিলের ঐতিহ্যের কঙ্কাল। তবে দরিভাল হাল ছেড়ে দিচ্ছেন না। তার আশা, সেদিন খুব দূরে নয়, আলোর দেখা পাবে সেলেসাওরা, ‘এটা উল্লেখযোগ্য একটি পরাজয় এবং আমরা খুবই জটিল ও কঠিন একটি প্রক্রিয়ার ভেতর আছি। তবে কোনো সংশয় নেই যে, আমরা পথ বের করে নেব (ঘুরে দাঁড়ানোর)।’
আত্মসমর্পণের পর এ মুহূর্তে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বও মেনে নিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকিনিওস, ‘এখনো খেলার রেশ রয়ে গেছে, এখনই কথা বলা কঠিন। তবে এটা বিব্রতকর। আজকে আমরা যা করেছি, এটার পুনরাবৃত্তি করা যাবে না।’
আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বস্ত হয়ে ভক্তদের কাছে ক্ষমা চান ব্রাজিল অধিনায়ক, ‘ম্যাচের শুরুটাই আমাদের ছিল বাজে। আমরা যা করতে পারি, এর গড়পড়তারও নিচে ছিল তা এবং ওরা তো এমনিতেই আত্মবিশ্বাসে টগবগ করে ছুটছে। ওরা জানে কীভাবে স্মার্ট ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে, ক্ষমা প্রার্থনা করছি।’
সমালোচনার জোয়ার বইয়ে গেলেও ক্যাপ্টেন মারকিনিওস কোচকে দায় দিতে নারাজ। আর্জেন্টিনার মতো লিখতে চান প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প, ‘এটা স্রেফ কোচের ভুল নয়, ফুটবলারদেরও দায় আছে অনেক। ফুটবলে এমন কোনো রহস্যময় ফর্মুলা নেই যে, কিছু একটা বেছে নিলে তা কাজ করবে। আমাদের সবাইকে আরো ভালো করতে হবে। দায় আমাদের সবারই ভাগাভাগি করতে হবে। সময় ও পরিস্থিতি উপলব্ধি করে মাটিতে পা রাখতে হবে। আমাদের ভাবনা ঠিকঠাক রাখতে হবে। আগে ওদেরও খারাপ সময় ছিল, ওরা তা কাটিয়ে উঠেছে। আমরাও তা করতে পারি।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে