স্পোর্টস রিপোর্টার
হংকংয়ের বিপক্ষে সাত গোলের রোমাঞ্চ জিততে পারল না বাংলাদেশ। ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হারল স্বাগতিকরা। এই হারের জন্য পুরো দলকে দায়ী করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারের পর দায় একা নিচ্ছেন না এই স্প্যানিশ কোচ। ম্যাচশেষে কাবরেরা জানালেন, এই হারের কারণ ব্যাখ্যা করা কঠিন। শেষ মুহূর্তে গোল হজম করাটা খুবই কষ্টদায়ক। তবে প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেলেছে।
সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।’
শমিত, জায়ান, ফাহামিদুলদের বেঞ্চে বসিয়ে রেখে যে একাদশ গঠন করেন কাবরেরা- সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা বদলি হিসেবে নেমে অভিষেক ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখান যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। বদলি হিসেবে নেমে শমিত সোমও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বাংলাদেশের জার্সিতে প্রথম গোলের দেখাও পেয়েছেন এই কানাডা প্রবাসী ফুটবলার।
তাদেরকে প্রথম একাদশে না রাখার কারণ হিসেবে কোচ কাবরেরা বলেছেন, অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হয়েছে। আগে থেকে যাদের মধ্যে বোঝাপড়া ভালো, তাদেরকে একাদশে রেখেছেন তিনি। শমিতকে শুরুর একাদশে না রাখার কারণ হিসেবে কাবরেরা বলেন, ‘শমিত দুই মাস ইনজুরিতে ছিল। আর সর্বশেষ কানাডায় সে ৮০ মিনিটের মতো ম্যাচ খেলেছে। তার সঙ্গে সে এখানে দলের সঙ্গে একটু পরে যোগ দিয়েছে। যে কারণে তাকে আমি পরে নামিয়েছি।’
খেলার শেষ দিকে গোল হজমের দায় রক্ষণভাগকে দিতে চান না কাবরেরা। তিনি বলেন, ‘না, ডিফেন্ডারররা দায়ী নয়। তারা (হংকং) আক্রমণাত্মক খেলেছে এবং গোল পেয়েছে। তাদের ফরোয়ার্ড লাইন উচু মানের। শারীরিকভাবে তারা অনেক এগিয়ে। পার্থক্যটা এখানেই।’ হারলেও বাংলাদেশের ফুটবলের মান হংকংয়ের প্রায় সমানই মনে করেন কাবরেরা।
হংকংয়ের বিপক্ষে সাত গোলের রোমাঞ্চ জিততে পারল না বাংলাদেশ। ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হারল স্বাগতিকরা। এই হারের জন্য পুরো দলকে দায়ী করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারের পর দায় একা নিচ্ছেন না এই স্প্যানিশ কোচ। ম্যাচশেষে কাবরেরা জানালেন, এই হারের কারণ ব্যাখ্যা করা কঠিন। শেষ মুহূর্তে গোল হজম করাটা খুবই কষ্টদায়ক। তবে প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেলেছে।
সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।’
শমিত, জায়ান, ফাহামিদুলদের বেঞ্চে বসিয়ে রেখে যে একাদশ গঠন করেন কাবরেরা- সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা বদলি হিসেবে নেমে অভিষেক ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখান যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। বদলি হিসেবে নেমে শমিত সোমও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বাংলাদেশের জার্সিতে প্রথম গোলের দেখাও পেয়েছেন এই কানাডা প্রবাসী ফুটবলার।
তাদেরকে প্রথম একাদশে না রাখার কারণ হিসেবে কোচ কাবরেরা বলেছেন, অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হয়েছে। আগে থেকে যাদের মধ্যে বোঝাপড়া ভালো, তাদেরকে একাদশে রেখেছেন তিনি। শমিতকে শুরুর একাদশে না রাখার কারণ হিসেবে কাবরেরা বলেন, ‘শমিত দুই মাস ইনজুরিতে ছিল। আর সর্বশেষ কানাডায় সে ৮০ মিনিটের মতো ম্যাচ খেলেছে। তার সঙ্গে সে এখানে দলের সঙ্গে একটু পরে যোগ দিয়েছে। যে কারণে তাকে আমি পরে নামিয়েছি।’
খেলার শেষ দিকে গোল হজমের দায় রক্ষণভাগকে দিতে চান না কাবরেরা। তিনি বলেন, ‘না, ডিফেন্ডারররা দায়ী নয়। তারা (হংকং) আক্রমণাত্মক খেলেছে এবং গোল পেয়েছে। তাদের ফরোয়ার্ড লাইন উচু মানের। শারীরিকভাবে তারা অনেক এগিয়ে। পার্থক্যটা এখানেই।’ হারলেও বাংলাদেশের ফুটবলের মান হংকংয়ের প্রায় সমানই মনে করেন কাবরেরা।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
২ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৩ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৬ ঘণ্টা আগে