হারের জন্য পুরো দল দায়ী: কাবরেরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩: ০৫
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৩: ১৩

হংকংয়ের বিপক্ষে সাত গোলের রোমাঞ্চ জিততে পারল না বাংলাদেশ। ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হারল স্বাগতিকরা। এই হারের জন্য পুরো দলকে দায়ী করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারের পর দায় একা নিচ্ছেন না এই স্প্যানিশ কোচ। ম্যাচশেষে কাবরেরা জানালেন, এই হারের কারণ ব্যাখ্যা করা কঠিন। শেষ মুহূর্তে গোল হজম করাটা খুবই কষ্টদায়ক। তবে প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেলেছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।’

শমিত, জায়ান, ফাহামিদুলদের বেঞ্চে বসিয়ে রেখে যে একাদশ গঠন করেন কাবরেরা- সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা বদলি হিসেবে নেমে অভিষেক ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখান যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। বদলি হিসেবে নেমে শমিত সোমও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বাংলাদেশের জার্সিতে প্রথম গোলের দেখাও পেয়েছেন এই কানাডা প্রবাসী ফুটবলার।

তাদেরকে প্রথম একাদশে না রাখার কারণ হিসেবে কোচ কাবরেরা বলেছেন, অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হয়েছে। আগে থেকে যাদের মধ্যে বোঝাপড়া ভালো, তাদেরকে একাদশে রেখেছেন তিনি। শমিতকে শুরুর একাদশে না রাখার কারণ হিসেবে কাবরেরা বলেন, ‘শমিত দুই মাস ইনজুরিতে ছিল। আর সর্বশেষ কানাডায় সে ৮০ মিনিটের মতো ম্যাচ খেলেছে। তার সঙ্গে সে এখানে দলের সঙ্গে একটু পরে যোগ দিয়েছে। যে কারণে তাকে আমি পরে নামিয়েছি।’

খেলার শেষ দিকে গোল হজমের দায় রক্ষণভাগকে দিতে চান না কাবরেরা। তিনি বলেন, ‘না, ডিফেন্ডারররা দায়ী নয়। তারা (হংকং) আক্রমণাত্মক খেলেছে এবং গোল পেয়েছে। তাদের ফরোয়ার্ড লাইন উচু মানের। শারীরিকভাবে তারা অনেক এগিয়ে। পার্থক্যটা এখানেই।’ হারলেও বাংলাদেশের ফুটবলের মান হংকংয়ের প্রায় সমানই মনে করেন কাবরেরা।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত