আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হারের জন্য পুরো দল দায়ী: কাবরেরা

স্পোর্টস রিপোর্টার
হারের জন্য পুরো দল দায়ী: কাবরেরা

হংকংয়ের বিপক্ষে সাত গোলের রোমাঞ্চ জিততে পারল না বাংলাদেশ। ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হারল স্বাগতিকরা। এই হারের জন্য পুরো দলকে দায়ী করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারের পর দায় একা নিচ্ছেন না এই স্প্যানিশ কোচ। ম্যাচশেষে কাবরেরা জানালেন, এই হারের কারণ ব্যাখ্যা করা কঠিন। শেষ মুহূর্তে গোল হজম করাটা খুবই কষ্টদায়ক। তবে প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেলেছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।’

শমিত, জায়ান, ফাহামিদুলদের বেঞ্চে বসিয়ে রেখে যে একাদশ গঠন করেন কাবরেরা- সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা বদলি হিসেবে নেমে অভিষেক ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখান যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। বদলি হিসেবে নেমে শমিত সোমও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বাংলাদেশের জার্সিতে প্রথম গোলের দেখাও পেয়েছেন এই কানাডা প্রবাসী ফুটবলার।

তাদেরকে প্রথম একাদশে না রাখার কারণ হিসেবে কোচ কাবরেরা বলেছেন, অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হয়েছে। আগে থেকে যাদের মধ্যে বোঝাপড়া ভালো, তাদেরকে একাদশে রেখেছেন তিনি। শমিতকে শুরুর একাদশে না রাখার কারণ হিসেবে কাবরেরা বলেন, ‘শমিত দুই মাস ইনজুরিতে ছিল। আর সর্বশেষ কানাডায় সে ৮০ মিনিটের মতো ম্যাচ খেলেছে। তার সঙ্গে সে এখানে দলের সঙ্গে একটু পরে যোগ দিয়েছে। যে কারণে তাকে আমি পরে নামিয়েছি।’

খেলার শেষ দিকে গোল হজমের দায় রক্ষণভাগকে দিতে চান না কাবরেরা। তিনি বলেন, ‘না, ডিফেন্ডারররা দায়ী নয়। তারা (হংকং) আক্রমণাত্মক খেলেছে এবং গোল পেয়েছে। তাদের ফরোয়ার্ড লাইন উচু মানের। শারীরিকভাবে তারা অনেক এগিয়ে। পার্থক্যটা এখানেই।’ হারলেও বাংলাদেশের ফুটবলের মান হংকংয়ের প্রায় সমানই মনে করেন কাবরেরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন