আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এমএলসি থেকে ছিটকে গেলেন হারিস রউফ

স্পোর্টস ডেস্ক

এমএলসি থেকে ছিটকে গেলেন হারিস রউফ

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলমান আসরের গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে ইতোমধ্যে নকআউটে পা রেখেছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। ফ্রাঞ্চাইজিটিকে পরের পর্বে নিতে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন হারিস রউফ। যদিও চোটের কারণে নকআউট পর্বে তাকে পাবে না সান ফ্রান্সিসকো।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন হারিস। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে সান ফ্রান্সিসকো। চোটে পড়ার আগে ৮ ম্যাচে ১৭ উইকেট নেন হারিস। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার তিনি। ইতোমধ্যে হারিসের বদলি হিসেবে নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টারকে দলে নিয়েছে সান ফ্রান্সিসকো। দুঃসময়ে হারিসের পাশে থাকার কথা জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

একই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা পাননি হারিস। এই পাকিস্তানি পেসার ঠিক কবে মাঠে ফিরবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন