তবুও বাবরদের বেতন বাড়ছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ২১: ২২

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতার গল্প লিখে চলেছে পাকিস্তান। আইসিসির গত দুটি টুর্নামেন্টে ভক্ত-সমর্থকদের হতাশ করেছে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের বাধাও উতরে যেতে পারেনি এ ক্রিকেট পরাশক্তি। দ্বিপক্ষীয় সিরিজেও দক্ষিণ এশিয়ার দেশটির পারফরম্যান্স ভালো যাচ্ছে না মোটেই।

বিজ্ঞাপন

নিজেদের মাঠে বাংলাদেশের কাছে ধরাশায়ী হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ড্র করেছে পাকিস্তান। কিন্তু তারপরও বাবর আজমদের বেতন বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তারা কমিয়ে দিচ্ছে ঘরোয়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন ৩৭ শতাংশ বাড়িয়েছে পিসিবি।

নতুন কেন্দ্রীয় চুক্তিতে ২৫ জনের বদলে জায়গা পাবেন ৩০ জন ক্রিকেটার। নতুন বাজেটে তাদের বেতনের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩৬ কোটি রুপি। আগে ঘরোয়া ক্রিকেটের জন্য বরাদ্দ রাখা হতো ২১ কোটি রুপি। সেটা কমিয়ে সাড়ে ১৩ কোটি রুপি করেছে পিসিবি। তার মানে ঘরোয়া ক্রিকেটারদের বেতন কমে যাবে এখন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত