যে কারণে পদ ছাড়তে হচ্ছে রজার বিনিকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৩: ২২

নির্ধারিত সময়ের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ ছাড়তে হচ্ছে রজার বিনিকে। মূলত মেয়াদ থাকার পরও বয়সসীমা পূর্ণ হওয়ায় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদটি ছাড়তে হচ্ছে তাকে।

বিসিসিআইয়ের গঠনতন্ত্র অনুযায়ী- ৭০ বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি বোর্ড প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না। শনিবার (১৯ জুলাই) ৭০ এ পা রেখেছেন বিনি। তাই বিসিসিআইয়ের সভাপতি হিসেবে আজই শেষবারের মতো অফিস করবেন সাবেক এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

সৌরভ গাঙ্গুলি দায়িত্ব ছাড়ার পর ২০২২ সালের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিসিআইয়ের সভাপতির পদে বসেন বিনি। সংস্থাটির গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতির পূর্ণ মেয়াদ তিন বছর। যদিও বয়স হয়ে যাওয়ায় আড়াই বছর বিসিসিআইয়ের সভাপতির পদে ছিলেন তিনি।

বিনির মেয়াদে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ক্রিকেটার হিসেবেও দারুণ স্মৃতি আছে তার। ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য বিনি। দেশের হয়ে ২৭ টেস্টের পাশাপাশি ৭২টি ওয়ানডে খেলেছেন ৭০ বছর বয়সী সাবেক অলরাউন্ডার। পরবর্তী পূর্ণকালীন সভাপতি পাওয়ার আগ পর্যন্ত বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির পদে বসতে পারেন রাজীব শুক্লা। ২০২০ সাল থেকে সংস্থাটির সহ সভাপতি দায়িত্ব পালন করে আসছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত