রংপুরকে হারিয়ে টিকে রইল খুলনা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৭: ২১

সেরা চারের দৌঁড়ে টিকে থাকার জন্য রংপুর রাইডার্সের বিপক্ষে জিততেই হতো খুলনা টাইগার্সকে। এমন সমীকরণে বিপিএলে দিনের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানের দলকে ৪৬ রানে হারিয়েছে খুলনা। অন্যদিকে মেহেদি হাসান মিরাজের দলের কাছে হেরে বিপিএলে টানা ৪ পরাজয়ের দেখা পেল রংপুর।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মোহাম্মদ নাইমের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ২২০ রান জড়ো করে খুলনা। নিজেদের এমন ইনিংসেই জয়ের ভীত পায় রূপসা পাড়ের দলটি। জবাব দিতে নেমে অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারেনি রংপুর। ১৭৪ রানে থামে তাদের ইনিংস। শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ে খুলনা।

বিজ্ঞাপন

বিশাল লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে রংপুরের হয়ে লড়াই করেন কেবল সৌম্য সরকার। ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। ১৪ বলে ২৭ রান করেন মাহেদি হাসান। ১০ বলে ১৮ রানের ছোট ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। খুলনার হয়ে ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন মুশফিক হাসান। মোহাম্মদ নাওয়াজের শিকার ২ উইকেট।

এর আগে খুলনার হয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন নাইম। ৬২ বলে ১১১ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। খুলনার হয়ে ২১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন উইল বোসিস্তো। ১৫ বলে ২৯ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১২ বল খেলা মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে ২১ রান। রংপুরের হয়ে মাহেদি হাসান, আকিফ জাভেদ ও ইফতিখার আহেমেদ একটি করে উইকেট নেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত