আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেমন হলো বেলজিয়ামের গ্রুপ

বেলজিয়ামের গতিময় ফুটবল ও ইরান-মিসর-নিউজিল্যান্ডের লড়াই

স্পোর্টস ডেস্ক
বেলজিয়ামের গতিময় ফুটবল ও ইরান-মিসর-নিউজিল্যান্ডের লড়াই

২০২৬ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত। ঠিক হয়েছে ফুটবলের বিশ্বমঞ্চের সূচিও। ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট কাটা দলগুলো জেনে গেছে তাদের গ্রুপ প্রতিপক্ষের বিষয়েও। ৪৮টি দল বিশ্বকাপ খেলবে ১২ গ্রুপে ভাগ হয়ে। ফুটবল মহাযজ্ঞের গ্রুপগুলো নিয়ে আমার দেশ-এর বিশেষ আয়োজনে আজ থাকছে ফিফা র‍্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান দল বেলজিয়ামের সঙ্গে ‘জি’ গ্রুপে থাকা ইরান, মিসর ও নিউজিল্যান্ডের শক্তিমত্তা বিশ্লেষণ।

বেলজিয়ামের নাম এলেই রাশিয়া বিশ্বকাপ ফিরে আসে। ২০১৮ সালের সেই আসরে গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে দলটি সেমিফাইনালেও খেলেছিল। তবে ভাগ্য সহায় না হওয়ায় তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে সম্মুখীন হতে হয় এবং ইংল্যান্ডকে হারিয়ে জয় লাভ করে। বিশ্বকাপের ইতিহাসে এটাই তাদের সেরা সাফল্য। ২০২২ সালে কাতারে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর মাটিতে আরেকবার নিজেদের জানান দিতে মুখিয়ে আছে ইউরোপের দলটি। তারকা ঠাসা দল বেলজিয়াম। দলের সবচেয়ে বড় তারকাদের একজন থিবো কোর্তোয়া, রিয়াল মাদ্রিদের গোলপোস্টের নিচে যিনি অতন্দ্র প্রহরী। লিয়ান্দ্রো ট্রোসার্ড, কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকু, জেরেমি ডোকু, ইউরি টেইলিম্যানইস ও লুইস ওপেনদারা ইউরোপের পরিচিত নাম। দলের আক্রমণ ও মধ্যমাঠের যোগসাজশ চমৎকার। দুই বিভাগের মিশেলে বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশায় বেলজিয়ানরা।

বিজ্ঞাপন

এই গ্রুপে বেলজিয়ামের সঙ্গে মূল লড়াই হবে ইরান ও মিসরের। বিশেষ করে মিসরের। বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকান দেশটির সেরা সাফল্য ১৯৩৪ সালে শেষ ষোলোয় খেলা। কাতারের সবশেষ আসরে তারা বাছাইপর্ব উতরাতে পারেনি। আসন্ন আসরে অবশ্য গ্রুপের শীর্ষে থেকেই বিশ্বমঞ্চে পিরামিডের দেশের প্রতিনিধিত্ব করবে মিসর। ৯ ম্যাচে ৭ জয় ও দুই ড্রতে বিশ্বকাপে চতুর্থবারের মতো অংশ নেবে তারা। মিসরের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ। লিভারপুলের ইতিহাসে কিংবদন্তি বনে যাওয়া সালাহ সব ঠিক থাকলে খেলবেন ২০২৬ সালের আসরেও। এছাড়া ম্যানচেস্টার সিটিতে খেলা ওমর মারমুশ আছেন আক্রমণভাগে। রক্ষণে বড় ভরসার নাম লিওমের সেন্টার-ব্যাক আহমেদ হেজাজি। তার সঙ্গে আছেন সৌদি প্রো লিগের দল আল আহলিতে খেলা মোহাম্মদ আব্দেলমোনেম। এবারের মিসরের বাজিমাতের সম্ভাবনা আছে।

এই গ্রুপে এশিয়ার দল ইরানও চ্যালেঞ্জ জানাতে পারে। এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে উত্তীর্ণ হলো ইরান। এর মধ্যে তাদের সেরা সাফল্য ১৯৭৮ সালে প্রথমবার অংশ নিয়ে ১৪তম হওয়া। গত আসরে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল। ইরানের ভরসার নাম মেহদী তারেমি। আক্রমণভাগের এই খেলোয়াড় খেলছেন ইউরোপের দল অলিম্পিয়াকোসে। এছাড়া সরদার আজমউন, হোসেন কানানি ও আলিরেজা জাহানবখশরা নিজেদের দিনে প্রতিপক্ষকে চমকে দিতে পারে। গ্রুপের অন্য দল নিউজিল্যান্ড ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরের মূল পর্বে খেলতে যাচ্ছে তারা। এর আগে ১৯৮২ ও ২০১০ সালে তারা পেয়েছিল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ।

এই গ্রুপের প্রথম ম্যাচে ১৫ জুন মাঠে নামবে বেলজিয়াম ও মিসর। ১৬ জুন লড়বে ইরান ও নিউজিল্যান্ড। ২১ জুন মুখোমুখি হবে বেলজিয়াম ও ইরান। ২২ জুন দেখা হবে নিউজিল্যান্ড ও মিসরের। ২৭ জুন গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-বেলজিয়াম ও মিসর-ইরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন