লুকা জিদান হেঁটে চলেছেন বাবার দেখানো পথে। বাবা ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান। তবে তার ছেলে খেলবেন আলজেরিয়ার জার্সি গায়ে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাকও পেয়েছেন এরই মধ্যে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে টিকিট কাটা থেকে হাত ছোঁয়া দূরত্বে রয়েছে এখন আলজেরিয়া।
আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ ২৬ সদস্যের দলে জায়গা করে দিয়েছেন লুকাকে। বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ৯ অক্টোবর আলজেরিয়ার প্রতিপক্ষ সোমালিয়া। পাঁচ দিন বাদে আলজেরিয়া লড়বে উগান্ডার বিপক্ষে।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ‘জি’ গ্রুপে সবার ওপরে রয়েছে আলজেরিয়া। আট ম্যাচে তাদের পুঁজি ১৯ পয়েন্ট। দুইয়ে থাকা উগান্ডার থেকে তারা এগিয়ে ৪ পয়েন্টে। নিজেদের শেষ দুই ম্যাচের একটি জিতলেই বিশ্বকাপে নাম লিখে ফেলবে আলজেরিয়া। পুরুষদের বিশ্বকাপে এর আগে চারবার অংশ নিয়েছে আলজেরিয়া। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে শেষ ষোলোতে খেলেছিল দলটি।
লুকা খেলছেন এখন স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব গ্রানাডার জার্সিতে। তবে তার ফুটবল ক্যারিয়ারের শুরু রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে। খেলেছেন স্প্যানিশ ক্লাব রেসিং সান্তান্দার, রায়ো ভায়েকানো ও আইবারের হয়েও। গত বছর গ্রানাডায় নাম লেখার পর চলতি মৌসুমে খেলেছেন মাত্র চারটি ম্যাচ। লুকা ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলেও প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু ফ্রান্সের জাতীয় দলে জায়গা হয়নি। ফ্রান্স জাতীয় দলে সুযোগ না পেয়ে এখন খেলবেন আলজেরিয়ার হয়ে।
জিদান ফ্রান্সের জার্সি গায়ে জিতেছেন বিশ্বকাপ। ১৯৯৮ সালে ফরাসিদের উচ্ছ্বাসে ভাসিয়েছিলেন প্রথম বিশ্বকাপ ট্রফি উপহার দিয়ে। আলজেরিয়ান বংশোদ্ভূত হলেও তিনি ফরাসি নাগরিক। জিদানের বাবা ইসমাইল ও মা মালিকা ছিলেন আলজেরিয়ান। কিন্তু বিশ্বকাপজয়ী সাবেক এ মিডফিল্ডারের ছেলে লুকা জিদান খেলবেন আলজেরিয়ার জার্সিতে। জন্ম ফ্রান্সের মার্সেইয়ে হলেও লুকা বেছে নিয়েছেন দাদা-দাদির দেশ আলজেরিয়ার নাগরিকত্বও। এরই মধ্যে ফিফা থেকে খেলার মাঠে আফ্রিকার দেশটির প্রতিনিধিত্ব করার অনুমতিও পেয়েছেন ২৭ বছরের গোলকিপার লুকা। খবরটি নিশ্চিত করেছে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’।

