সাদা-কালোর রঙিন উৎসব

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৭: ৩০

তিন ম্যাচ আগেই শিরোপা জয়ের উৎসব শুরু হয়ে গিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। গত ১৬ মে হোম ভেন্যু কুমিল্লার মাঠে চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে হারিয়ে প্রথম পেশাদার লিগের শিরোপা জয় নিশ্চিত করে দলটি। ২০০২ সালের পর এই প্রথম দেশের ফুটবলের শীর্ষ লিগের শিরোপা জয়ের রেকর্ড তাদের। গতকাল কুমিল্লার মাঠেই লিগের ১৭তম রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে মোহামেডানকে লিগ শিরোপা বুঝিয়ে দেওয়া হয়। এতে সাদা-কালো জার্সিধারীদের শিবিরে শিরোপা জয়ের আনন্দের পূর্ণতা পায়। তবে শিরোপা হাতে পাওয়ার আনন্দের দিনটিও জয়ে রাঙাতে পারেনি মোহামেডান। তাদের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে ব্রাদার্স। ফলে লিগ শিরোপা নিশ্চিতের পর আর জয়ের মুখ দেখা হলো না সুলেমান দিয়াবাতের দলের। আগের ম্যাচে রহমতগঞ্জের কাছে ৪-৩ গোলে হেরে যায় মোহামেডান।

শিরোপা বুঝে পাবেন বলে আগে থেকেই ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে উদযাপনের জন্য প্রস্তুত ছিলেন মোহামেডান সমর্থকরা। গ্যালারির একটা অংশ মোহামেডানের পতাকা নিয়ে উচ্ছ্বাস করতে দেখা যায় তাদের। ব্রাদার্সের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর বিশেষ চ্যাম্পিয়ন পরে দলবদ্ধ মাঠে জড়ো হন মোহামেডানের খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। বাংলাদেশের পতাকা, মোহামেডানের পতাকার পাশাপাশি বিদেশি খেলোয়াড়রা মাঠে নিজ নিজ দেশের পতাকা উড়িয়েছেন। আনন্দে-উচ্ছ্বাসে একাকার হয় মোহামেডান শিবির। চ্যাম্পিয়ন ট্রফি হাতে পাওয়ার পর মহোৎসবে মেতে ওঠেন তারা। ট্রফি ঘিরে ফটোসেশন অংশ নেন চ্যাম্পিয়নরা। ২৩ বছর পর ফুটবল লিগের শিরোপা এসেছে, এই জয়ের আনন্দ তো এমন বাঁধ ভাঙারই কথা।

বিজ্ঞাপন

মোহামেডানের চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাঈদ হাসান কানন। আগে মোহামেডানের খেলোয়াড় হিসেবে অনেক শিরোপা জিতেছে। কিন্তু কোচ হিসেবে এই প্রথম লিগ শিরোপা জিতলেন সাবেক এই ফুটবলার। আমার দেশকে কানন বলেন, ‘আমরা খুবই আনন্দিত এই ট্রফি জিতে। ক্লাবের একটা ট্রফির দরকার ছিল। ১৭-১৮ বছর ধরে ক্লাবের কোনো নাই। এই জয়ে মোহামেডানের সমর্থকরাও উজ্জীবিত হয়েছেন, উৎসাহিত হয়েছেন। এই ধারাবাহিকতা এখন ধরে রাখতে হবে। আমরা ট্রফি এনে দিলাম। এখন অফিসিয়ালদের পরিকল্পনা করতে হবে ধারাবাহিকতা ধরে রাখার।’ কাননের মতে, মোহামেডান ক্লাব হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার সূচনা হলো। পাশাপাশি ক্লাবের সামনে চ্যালেঞ্জও। সামনে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ।

দীর্ঘদিন পর লিগ শিরোপা জয়ের পর পুরো দলকে সংবর্ধনা দেবে মোহামেডান ক্লাব। ক্লাব সূত্রে জানা গেছে, ২৯ মে লিগের শেষ রাউন্ডের পর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। চ্যাম্পিয়ন দলকে বড় অঙ্কের বোনাস দেবে মোহামেডান ক্লাব। তবে এই বোনাস ঘোষণা করবেন সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল মুবীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত