আইপিএলের আগামী আসরের জন্য ৯ কোটি ২০ লাখ রূপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একমাত্র বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ পাওয়া মোস্তাফিজের পুরো আসর খেলা হচ্ছে না। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আইপিএল চলাকালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে হবে তাকে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘অলরাইট মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ড সিরিজে যে তিনটা ওয়ানডে ম্যাচ থাকবে সেখানে ও (মোস্তাফিজ) জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে।’
কেন মোস্তাফিজকে ওই ওয়ানডে সিরিজের সময়টুকু আইপিএলে খেলতে দেওয়া হবে না সেটাও ব্যাখ্যা করেন নাজমুল আবেদিন ফাহিম। তার কথায়, ‘এটা নিশ্চিত করাটা জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণশক্তি দিয়ে খেলতে পারি। সে কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া।’
মোস্তাফিজকে ছাড়া কেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার ঝুঁকিটা নিবে না বিসিবি। সেই ব্যাখ্যাও দেন নাজমুল আবেদিন ফাহিম। তার কথায়, ‘আমাদের কোয়ালিফিকেশনের (বিশ্বকাপ নিশ্চিত করতে) জন্য আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা (মোস্তাফিজকে ছাড়া খেলা) করতে পারতাম। কিন্তু আমরা সেই জায়গাটা নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া।’
তবে মোস্তাফিজের যে অনাপত্তিপত্র নিয়ে যত আলোচনা হচ্ছে, সেই অনাপত্তিপত্রের জন্যই এখনও আবেদন করেননি মোস্তাফিজুর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

