দাপুটে জয়ে শ্রীলঙ্কা সফর শুরু করল পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে জিতেছে তারা ৬ উইকেটের বড় ব্যবধানে। সফরকারীরা জয়ের বন্দরে নোঙর করে ২০ বল হাতে রেখেই। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল অধিনায়ক সালমান আগার দল।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ১২৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিক লঙ্কানরা। ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন জানিথ লিয়ানাগে। রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন সালমান মির্জা ও আবরার আহমেদ। দুটি করে উইকেট পান মোহাম্মদ ওয়াসিম ও ম্যাচসেরা শাদাব খান।
জবাবে ওপেনার সাহিবজাদা ফারহানের ফিফটিতে অনায়াসেই জয় তুলে নেয় পাকিস্তান। ৪ উইকেটে হারিয়ে ১২৯ তুলে বিজয়ীর বেশে মাঠ ছাড়ে অতিথি শিবির। ফারহানের ব্যাট থেকে আসে ৫১ রানের দারুণ এক ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১২৮ /১০, ১৯.২ ওভার (লিয়ানাগে ৪০, হাসারাঙ্গা ১৮, আসালাঙ্কা ১৮; মির্জা ৩/১৮, আবরার ৩/২৫)।
পাকিস্তান: ১২৯/৪, ১৬.৪ ওভার (ফারহান ৫১, সাইম ২৪, শাদাব ১৮*; ধনাঞ্জয়া ১/৪, হাসারাঙ্গা ১/১৭)।
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শাদাব খান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

