আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফের চ্যাম্পিয়ন

লাহোর এখন যৌথভাবে পিএসএল সেরা

স্পোর্টস ডেস্ক
লাহোর এখন যৌথভাবে পিএসএল সেরা

পাকিস্তানে সুপার লিগে (পিএসএল) এতোদিন সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড ছিল ইসলামাবাদ ইউনাইটেডের। তিনবার চ্যাম্পিয়নের মুকুট পরেছে তারা। এবার ফ্রাঞ্চাইজিটির পাশে বসলো লাহোর কালান্দার্স। পিএসএলের সবশেষ আসরের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়েছে শাহিন শাহ আফ্রিদিরা। এটা তাদের তৃতীয় পিএসএল শিরোপা।

লাহোরের সবশেষ পিএসএল শিরোপা জয়ের নায়ক কুশল পেরেরা ও সিকান্দার রাজা। গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০১ রানের বিশাল পুঁজি পায় কোয়েটা। জবাবে এক বল হাতে রেখে জয় তুলে নেয় লাহোর। জয়ের জন্য শেষ ৫ ওভারে স্বাগতিকদের দরকার ছিল ৭১ রান। এমন সমীকরণে লাহোরকে ম্যাচে টিকিয়ে রাখেন পেরেরা। ৩১ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন লঙ্কান তারকা। জেতেন ম্যাচসেরার পুরস্কার। শেষটায় তুলির আঁচড় দেন রাজা।

বিজ্ঞাপন

শেষ দুই ওভারে লাহোরকে করতে হতো ৩১ রান। ১৯তম ওভারে ১৮ রান নিয়ে কাজটা সহজ করে দেন পেরেরা। শেষ ওভারে ১৩ রানের সমীকরণ দাঁড়ায় তাদের সামনে। এমন সমীকরণে প্রথম তিন বলে একটি ওয়াইডসহ ৫ রান তোলে লাহোর। চতুর্থ বলে ছয় হাঁকান রাজা। পঞ্চম বলে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন জিম্বাবুইয়ান অধিনায়ক। ৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি। দুটি করে চার এবং ছয় আসে রাজার ব্যাট থেকে।

ফাইনালে লাহোরের একাদশে জায়গা পাননি বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। খেলেছেন রিশাদ হোসেন। যদিও বেশ খরুচে ছিলেন এই লেগস্পিনার। ৪ ওভারে ৪২ রানের বিনিময়ে এক উইকেট নেন রিশাদ।

সংক্ষিপ্ত স্কোর:

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: ২০১/৯ (২০ ওভার); নাওয়াজ ৭৬, ফার্নান্দো ২৯; শাহিন ৩/২৪

লাহোর কালান্দার্স: ২০৪/৪ (১৯.৫ ওভার); পেরেরা ৬২*, রাজা ২২*

লাহোর ৬ উইকেটে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন