আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আত্মবিশ্বাস নিয়ে ৯ ফাইনালের অপেক্ষায় গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

আত্মবিশ্বাস নিয়ে ৯ ফাইনালের অপেক্ষায় গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানসিটি। ২৯ ম্যাচ শেষে টেবিলের পাঁচে অবস্থান করছে ম্যানসিটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংগ্রহ ৪৮ পয়েন্ট।

এমতাবস্থায় সেরা চারে থেকে মৌসুম শেষ করতে চাইলে পরবর্তী নয় ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যানসিটির জন্য। আসন্ন ম্যাচগুলোতে ভালো করতে না পারলে চ্যাম্পিয়নস লিগের আসন্ন মৌসুমে খেলতে পারবে না তারা। তাই পরবর্তী ম্যাচগুলোকে ফাইনাল মনে করছেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা।

বিজ্ঞাপন

আগেই লিগ শিরোপার দৌঁড় থেকে ছিটকে যাওয়ায় ম্যানসিটি কোচ এখন নিজেদের একমাত্র লক্ষ্য নিয়ে বলেন, ‘আমাদের নয়টি ম্যাচ বাকি আছে। এর সবগুলোই ফাইনাল। আমাদের সামনে কঠিন ম্যাচ আছে।’

কঠিন সময়ে দাঁড়িয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন না গার্দিওলা, ‘আমি একজন কোচ। তাই আমাকে সব সময় আত্মবিশ্বাসী থাকতে হয়। আমি সবকিছুতে ইতিবাচকতা খুঁজি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...