আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদ্রিদে অবহেলিত এনড্রিক প্যারিসে ‘রেকর্ডম্যান’

স্পোর্টস ডেস্ক

মাদ্রিদে অবহেলিত এনড্রিক প্যারিসে ‘রেকর্ডম্যান’

ব্রাজিলিয়ান তরুণ এনড্রিককে রিয়াল মাদ্রিদ দলে ভেড়ানোর সময় আলোচনা ছিল তুঙ্গে। ব্রাজিলিয়ান এই তরুণকে বিস্ময়বালক থেকে শুরু করে পরবর্তী পেলে পর্যন্ত আখ্যায়িত করেছিলেন ফুটবলবোদ্ধারা। তবে নামের প্রতি মোটেই সুবিচার করতে পারেননি এনড্রিক। রিয়াল মাদ্রিদের অবহেলিত হয়েই কাটাতে হয়েছিল তাকে। মাঠে নামার আক্ষেপ দূর করতে মাদ্রিদ ছেড়ে ধারে প্যারিসের লিগ ওয়ানে গিয়েই জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান তারকা। এবার লিগ ওয়ানে হ্যাটট্রিক করে সাড়া ফেলে দিয়েছেন। মেৎজের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে লিওঁ। ক্লাবটির পাঁচ গোলের তিনটি করেছেন এনড্রিক। বাকি দুটি গোল করেন রুবেন ক্লুইভার্ট এবং টাইলার মর্টন। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে লিওঁ। ১৯ ম্যাচে ক্লাবটির সংগ্রহ ৩৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।

প্রতিপক্ষের মাঠে ১১ মিনিটে প্রথম গোল করার পর প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে দ্বিতীয় ও ৮৭ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক করেই ইতিহাস গড়েন এনড্রিক। লিওঁ ও লিগ ওয়ানের ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড় এখন এনড্রিক। ১৯ বছর ১৮৮ দিনে হ্যাটট্রিক করা এন্ড্রিক ভেঙে দিয়েছেন বর্নার্ড লাকমবের রেকর্ড (১৯ বছর ১৯৬ দিন)। এনড্রিক প্রথম তিন ম্যাচে করলেন চার গোল, সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি।

বিজ্ঞাপন

এনড্রিকের প্রথম গোলটি আসে কোরেন্টিন টোলিসোর ক্রস থেকে। বাঁ পায়ে দারুণ ফ্লিকে দলকে এগিয়ে দেন তিনি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ডান দিক দিয়ে টাইলার মর্টনের ক্রস পেয়ে করেন দ্বিতীয় গোল। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন লিওঁর ফরোয়ার্ড। রেকর্ড গড়ে এনড্রিকের ভাষ্য, ‘আমি মাঠে ফিরতে পেরেছি এবং আমার হাসিটা ফিরে পেয়েছি বলে খুব খুশি। সবকিছু দারুণ, আমার কল্পনার চেয়ে অনেক ভালো। পুরো দলের সঙ্গে মজা করতে পারি; সবাইকে ভালোভাবে চিনে নিয়েছি। আমি স্প্যানিশ এবং ইংরেজি বলতে পারি। আমি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছি, খুব খুশি, স্টাফদের ধন্যবাদ, সত্যিই দারুণ, সবাইকে ধন্যবাদ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...