অক্টোপাস

অক্টোপাস

অক্টোপাস আটটি বাহুবিশিষ্ট সামুদ্রিক প্রাণী। দেখতে শামুকের মতো হলেও (শক্ত খোলস নেই) এরা শামুক-ঝিনুকের জাতভাই, অর্থাৎ মোলাস্কা ফাইলামের অন্তর্ভুক্ত। এদের মাথার ঠিক পেছনেই আটটি শুঁড়-পা আছে, তাই এরা সেফালোপোডা বা ‘মস্তক-পদ’ শ্রেণির অন্তর্ভুক্ত (স্কুইডও একই শ্রেণির)। এরা নিশাচর, সাধারণত ধীর গতিসম্পন্ন।

অক্টোপাস