
অটিজম একটি বিশেষ পথচলা
রাফি পাঁচ বছরের শিশু। সে খুব হাইপার, মাঝেমধ্যে হঠাৎ দুই কানে হাত দিয়ে চিৎকার-চেঁচামেচি করে। কারো সঙ্গে তেমন মিশে না, এমনকি কথাও বলে না। যখন অন্য শিশুরা খেলাধুলা আর গল্পগুজবে ব্যস্ত, তখন রাফি চুপচাপ নিজের খেলনা নিয়ে খেলতে থাকে।


