
জবানবন্দিতে হুম্মাম কাদের চৌধুরী
গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি
জুডিশিয়াল কিলিংয়ের শিকার শহীদ সালাউদ্দিন কাদের চোধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ২০১৬ সালের ৪ আগস্ট সাদাপোশাকের একদল লোক তুলে নিয়ে যায়। এরপর থাকে একটি রুমে গুম করে রাখা হয়। সেখানে একটি টেবিলের গায়ে সিটিআইবি লেখা ছিল বলে জবানবন্দিতে জানিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী।























