
আফ্রিকা কাপ নেশনস
কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল মিসর-নাইজেরিয়া
মাঠের লড়াইয়ে দুর্দান্ত খেললেন মোহামেদ সালাহ। অতিরিক্ত সময়ে পেলেন দারুণ এক গোলের দেখা। আগাদিরে তার এই দর্শনীয় গোলের রাতে শেষ ষোলোর ম্যাচে বেনিনকে ৩-১ গোলে হারিয়েছে মিসর। ঘাম ঝরানো এ জয়ে আফ্রিকা কাপ নেশনসের কোয়ার্টার ফাইনালে নাম লিখেছে টুর্নামেন্টের রেকর্ড সপ্তমবারের চ্যাম্পিয়নরা।
