সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই ডা. খন্দকার রাহাত হোসেন (৫৭) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বেলা আনুমানিক পৌনে ৪ টায় উত্তরা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম।
কয়েক মাস আগেও ঝালকাঠি শহরের রোনালসে রোডে অবস্থিত আমির হোসেন আমুর বাড়ি সব সময়ই থাকত জমজমাট। তার বাড়িকে কেন্দ্র করে পুরো সড়কটি ছেয়ে থাকত বড় বড় ফেস্টুনে। এসব ফেস্টুনে শোভা পেত তার বড় বড় ছবি।